Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

রাজ্য বিদ্যালয় ক্রিকেটে উত্তর ২৪ পরগনার দাপট, ফাইনালে মুখোমুখি পশ্চিম বর্ধমান

 

State-School-Cricket

সমকালীন প্রতিবেদন : ‌পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শুরু হওয়া ৬৯তম রাজ্য বিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় (অনূর্ধ্ব-১৪, বালক) নজরকাড়া পারফরম্যান্সে ফাইনালে উঠল উত্তর ২৪ পরগনা জেলা দল। গত শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫-এ ধাতকা এম সি এল বিদ্যামন্দির মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী মলয় ঘটক অনুষ্ঠানের সূচনা করেন। এবারের প্রতিযোগিতায় রাজ্যের ২০টি জেলা অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে উত্তর ২৪ পরগনার মুখোমুখি হয় পুরুলিয়া জেলা। প্রথমে ব্যাট করে পুরুলিয়া নির্ধারিত ১৫ ওভারে ১০২ রান তোলে। জবাবে উত্তর ২৪ পরগনা ৪ উইকেট হারিয়ে মাত্র ১৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচে উত্তর ২৪ পরগনার হয়ে দুর্দান্ত বোলিং করেন বিদিশ মণ্ডল, যিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন।

এরপর কোয়ার্টার ফাইনালে হাওড়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে উত্তর ২৪ পরগনা। নির্ধারিত ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে দল তোলে ১৪২ রান। লক্ষ্য তাড়া করতে নেমে হাওড়া ১২২ রানে গুটিয়ে যায়। এই ম্যাচে উত্তর ২৪ পরগনার পক্ষে সর্বাধিক রান করেন চন্দ্রাংশু ঘোষ, যাঁর ব্যাটিং দলের জয়ের ভিত গড়ে দেয়।

বুধবার বেলা ১টায় অনুষ্ঠিত সেমিফাইনালে দক্ষিণ ২৪ পরগনার বিরুদ্ধে মাঠে নামে উত্তর ২৪ পরগনা। ২০ ওভারের এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উত্তর ২৪ পরগনা। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে দল সংগ্রহ করে ১২৫ রান। এখানেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন চন্দ্রাংশু ঘোষ, যিনি সর্বোচ্চ ৩৬ রান করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ ২৪ পরগনা শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত চাপে পড়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা থামে ১১৭ রানে। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ৮ রানের জয় নিয়ে উত্তর ২৪ পরগনা নিশ্চিত করে ফাইনালের টিকিট।

আগামীকাল, মঙ্গলবার সকাল ১০টায় বার্নপুর ক্রিকেট ক্লাবের মাঠে ফাইনালে উত্তর ২৪ পরগনার মুখোমুখি হবে পশ্চিম বর্ধমান। ধারাবাহিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী উত্তর ২৪ পরগনা দল এখন শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামতে প্রস্তুত।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন