সমকালীন প্রতিবেদন : পৃথিবীতে দিন দিন পানীয় জলের ভান্ডার কমে আসছে। তাই জল অপচয় বন্ধ করে সংরক্ষণের মাধ্যমে তা ব্যবহার করতে হবে। আর দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে হবে। এই বার্তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত থেকে পাঞ্জাবের ওয়াঘা সীমান্ত পর্যন্ত বাইক র্যালির আয়োজন করল কলকাতার রয়্যাল রাইডার্স ক্লাব। বুধবার পেট্রাপোল সীমান্তে এই যাত্রার সূচনা করলেন বিএসএফের এক আধিকারিক।
কলকাতার এই সংগঠন এর আগেও এইধরনের একাধিক সামাজিক কর্মসূচি পালন করেছে। পরিবার ছেড়ে দেশ রক্ষার কাজে বিএসএফ ২৪ ঘন্টা সীমান্ত এলাকায় কাজে নিয়োজিত থাকেন। তাঁদের সম্মান জানাতে রয়্যাল রাইডার্স ক্লাব এবারে এক সীমান্ত থেকে আর এক সীমান্তকে বেছে নিয়েছে। পেট্রাপোল সীমান্তের বিএসএফ জওয়ানদের বার্তা তাঁরা পৌঁছে দেবেন ওয়াঘা সীমান্তের সহকর্মীদের কাছে।
১২ দিনের এই যাত্রাপথে তাঁরা ৬ টি রাজ্য এবং ২১ টি বড় শহর স্পর্শ করবেন। প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটারের এই যাত্রাপথে তাঁরা একাধিক গ্রামাঞ্চলে প্রবেশ করে সেখানকার মানুষদের জল সংরক্ষনের প্রয়োজনীয়তা, জলের উপযুক্ত ব্যবহার সম্পর্কে সচেতন করবেন। দূষণমুক্ত পৃথিবী গড়তে কি কি করা প্রয়োজন, তাও বলবেন।
এদিন ক্লাবের ১৮ জন সদস্য পেট্রাপোল সীমান্তে উপস্থিত থাকলেও এই যাত্রায় অংশ নিচ্ছেন ৮ জন। আর তাঁদের প্রত্যেকের বয়স ৫০ এর ঊর্দ্ধে। ওয়াঘা সীমান্তের পর এই দলটি লে, লাদাখ হয়ে কলকাতায় ফিরবে।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন