Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১২ জুন, ২০২২

দন্ড মহোৎসবকে ঘিরে ভক্ত সমাগম পানিহাটিতে

 ‌

Fans-gather-around-Danda-Mahotsav

সৌদীপ ভট্টাচার্য : দন্ড মহোৎসবকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে ‌বৈষ্ণব ধর্মাবলম্বী ভক্তরা ভীড় জমালেন উত্তর ২৪ পরগনার পানিহাটির গঙ্গা তীরবর্তী মহোৎসবতলা ঘাটে। এই জেলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলা থেকেও হাজার হাজার ভক্ত এদিনের উৎসবে হাজির হন। এবারে এই উৎসব ৫০৬ তম বর্ষে পা দিল।

কথিত আছে, রঘুনাথদাস গোস্বামী মহাপ্রভুর দর্শনের জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে মিথ্যা বলেছিলেন। আর সেকথা জানতে পেরে যান শ্রীচৈতন্য মহাপ্রভু। সেই কারণে রঘুনাথদাস গোস্বামীকে দন্ড হিসেবে ভক্তদের দই–চিঁড়ে খাওয়ার আদেশ দেন। আর সেই থেকেই এখানে দন্ড মহোৎসবের সূচনা হয়। বৈষ্ণব সমাজে এই মহোৎসব চিঁড়ের মেলা হিসেবেও পরিচিত।  

বর্তমানে পানিহাটি পুরসভার তত্ত্বাবধানে এই দন্ড মহোৎসব বা চিঁড়ের মেলা অনুষ্ঠিত হয়। উৎসবে আগত ভক্তদের তৃষ্ণা মেটাতে একাধিক সংস্থার পক্ষ থেকে জল–বাতাসা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। 

করোনার কারণে গত ২ বছর ধরে বন্ধ ছিল এই উৎসব। ফলে এবছর অনেক বেশি ভক্ত সমাগম হয়েছে। সুস্থভাবে মেলা পরিচালনার জন্য পানিহাটি পুরসভা এবং খড়দা থানার পুলিশ কর্মীরা সেখানে মোতায়েন রয়েছেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন