Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৫ জুন, ২০২২

বনগাঁয় গাছের চারা বিতরণ আপের কর্মীদের

 ‌

Distribution-of-tree-saplings-in-Bangaon

সমকালীন প্রতিবেদন : আগামী বছর রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে অংশ নিচ্ছে আম আদমী পার্টি ? ‌রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বনগাঁয় একটি কর্মসূচি পালনের মাধ্যমে এমনই ইঙ্গিত দিলেন দলের কর্মকর্তারা। ফলে আগামী পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যে নতুন ভূমিকায় দেখা যাবে আপ কে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এদিন বনগাঁর বাটা মোড় এলাকায় গাছের চারা বিলি করেন আম আদমী পার্টির কর্মীরা। পথ চলতি মানুষদের হাতে গাছের চারা তুলে দেন তাঁরা। এদিন মোট ১০০ জনের হাতে এই চারা তুলে দেওয়া হয়।

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশকে সুস্থ, সুন্দর করে গড়ে তুলতে চান তাঁরা। এদিন উত্তর ২৪ পরগনার জেলার সর্বত্রই দলের পক্ষ থেকে একইভাবে গাছের চারা বিলি করা হয়। আগামী দিনে তাদের আরও বড় কর্মসূচি রয়েছে বলে জানান।


উল্লেখ্য, বেশ কয়েক বছর পর বনগাঁয় গাছের চারা বিতরণের মাধ্যমে নতুন করে পথ চলা শুরু করল আম আদমী পার্টি। এদিনের অনুষ্ঠানের মাধ্যমে দলের কর্মকর্তারা ইঙ্গিত দেন, রাজ্যের আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আপ। এখন দেখার, আগামী দিনে তারা কী পদক্ষেপ করে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন