Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৯ মে, ২০২২

দিনের টুকিটাকি : ‌৮ মে, ২০২২

অভিনব প্রতিবাদ

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ হল উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায়। গতকাল রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে শহর কলকাতা সহ এই রাজ্যে। তারই প্রতিবাদে রবিবার বেলঘড়িয়া দেশপ্রিয়নগরে অভিনব প্রতিবাদে সামিল হলেন এলাকার সাধারণ মহিলা সহ মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার উদ্যোগে ঘুটে এবং কয়লা দিয়ে উনুন জ্বালানো হয় এবং তাতে রান্না করা হয়। এরপরই বাড়ি বাড়ি গিয়ে কয়লা ও ঘুটে বিতরণ করা হয়। এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে কেন্দ্র সরকারকে বার্তা দেওয়ার চেষ্টা চালান প্রতিবাদে অংশ নেওয়া মহিলারা। এদিন প্রতিবাদ কর্মসূচি থেকে অবিলম্বে রান্নার গ্যাসের দাম কমানোর দাবি তোলা হয়।


রোটারি ক্লাব

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে এই রোগ প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়ার রোটারি ক্লাব হাসপাতাল। রবিবার থ্যালাসেমিয়া নির্ণায়ক একটি বিভাগের পথ চলা শুরু হল এখানে। ফিতে কেটে হাসপাতালের নতুন এই বিভাগটির দ্বারোদ্ঘাটন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: কুনালকান্তি দে। এই উদ্যোগ প্রসঙ্গে রোটারি ক্লাবের পুরুলিয়ার চেয়ারম্যান অজিত সারাওগী বলেন, থ্যালাসেমিয়া একটি মারন রোগ। কিন্তু একটু সচেতন হলেই এই রোগকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব। এজন্য সব থেকে বেশি প্রয়োজন সচেতনতা। বিয়ের আগে প্রত্যেকটি ছেলে–মেয়ের থ্যালাসেমিয়া পরীক্ষা করা খুব প্রয়োজন। এবার থেকে পুরুলিয়ার রোটারি হাসপাতালে ২৪ ঘন্টা অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে থ্যালাসেমিয়া পরীক্ষা করা হবে। এই পরিষেবার উদ্বোধন করার সঙ্গে সঙ্গে থ্যালাসেমিয়া রোগীদের জন্য এদিন রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। একইসঙ্গে থালাসেমিয়া সম্পর্কে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় হাসপাতাল ক্যাম্পাসে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন