Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৫ মে, ২০২২

মুখ্যমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে প্রস্তুতি সভা

 ‌

Public-meeting-of-the-Chief-Minister

শম্পা গুপ্ত : ‌৩১ মে পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কর্মীদের নিয়ে সভা করবেন। সেই উপলক্ষ্যে বুধবার পুরুলিয়ার আড়ষা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল আড়ষা ব্লকের বানু নদী সংলগ্ন সেচ দপ্তর প্রাঙ্গণে।  

মুখ্যমন্ত্রীর এই সভাকে সফল করতে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো পুরুলিয়া আইএনটিটিইউসি জেলা সভাপতি উজ্জ্বল কুমার, পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মেঘদুত মাহাতো সহ অন্যান্যরা।  

৩১ তারিখের সভাতেই আড়ষা ব্লক থেকে রেকর্ড সংখ্যক কর্মীদের নিয়ে সভায় যোগদান করতে হবে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে সেই বার্তাই দেওয়া হয় আজকের প্রস্তুতি সভায়। এই উপলক্ষ্যে এদিন একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলে হাঁটেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু সহ অন্যান্য নেতৃত্ব।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন