সমকালীন প্রতিবেদন : ট্রাক পার্কিং ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে বনগাঁর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন বনগাঁ রোড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। এব্যাপারে সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরা হয়।বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পরিবহন দপ্তর।
বনগাঁর মিলনপল্লী পার্কিংটি প্রথম থেকেই বনগাঁ পুরসভার পরিচালনাধীন ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে মাস কয়েক আগে এই পার্কিং পরিচালনার দায়িত্ব নেয় রাজ্য পরিবহন দপ্তর। বনগাঁ রোড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের অভিযোগ, সেখানে পার্কিং পরিচালনার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে।
ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, একশ্রেণীর অসাধু কর্মী টাকার বিনিময়ে বেআইনিভাবে ট্রাকচালকদের পার্কিং স্লিপ দিয়ে দিচ্ছে। পার্কিংয়ের ভেতরে ট্রাক প্রবেশ করার আগেই পার্কিং স্লিপ তৈরি হয়ে যাচ্ছে৷ অর্থের বিনিময়ে পচনশীল পণ্যের নাম করে অন্য পণ্য বোঝাই ট্রাক পার্কিং থেকে আগে ছেড়ে দেওয়া হচ্ছে।
বনগাঁ ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শংকর আঢ্য দাবি করেছেন, 'দৈনিক পার্কিং এলাকায় কত ট্রাক ঢুকছে, কত ট্রাক ছাড়া হবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রতিদিন প্রকাশ করতে হবে।' তালিকা প্রকাশ সহ একাধিক দাবিতে মঙ্গলবার মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন