Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১১ মে, ২০২২

আইনজীবীকে অসম্মানের অভিযোগে আদালত কক্ষ বয়কট আইনজীবীদের

 

Lawyers-boycott-court-room

সমকালীন প্রতিবেদন : আদালত কক্ষে আইনজীবীকে অসম্মান করার অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ওই আদালত কক্ষ বয়কট করলেন আইনজীবীরা। এদিন আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ দেখান। পুলিশের প্রতিও তাঁরা একরাশ ক্ষোভ উগড়ে দেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা আদালতে।

আইনজীবীদের অভিযোগ, বনগাঁ আদালতে একটি মামলা চলাকালীন একজন  বিচারক আদালত কক্ষে দীপাঞ্জয় দত্ত নামে এক আইনজীবীকে অসম্মান করেন। এই অভিযোগ তুলে বুধবার দুপুরে বনগাঁ আদালতের আইনজীবী, ল–ক্লার্ক যৌথভাবে আন্দোলনে নামেন।

ঘটনার প্রতিবাদস্বরূপ এদিন দুপুরে বনগাঁ আদালতের আইনজীবীরা মিছিল করে আদালত কক্ষের সামনে বিক্ষোভ দেখান। সেখানে বক্তব্য পেশ করেন বনগাঁ ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস, আইনজীবী প্রদীপ চ্যাটার্জী সহ অন্যান্য আইনজীবীরা।

এব্যাপারে আইনজীবী প্রদীপ চ্যাটার্জী জানান, 'কোনও আইনজীবীর সঙ্গে বিচারকের অসাংবিধানিক আচরণ করা উচিৎ নয়। যতটুকু শুনেছি, ঘটনার দিন, আইনজীবী দীপাঞ্জয় দত্ত আইন মেনে জেরার কাজ করছিলেন। কিন্তু তারপরেও তাঁর সঙ্গে অসম্মাজনক ব্যবহার করা হয়েছে। এটা আশা করা যায় না।'‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন