Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১১ মে, ২০২২

গাইঘাটায় বাজ পরে মৃত্যু কৃষকের

Farmer-dies-after-lightning-strike-in-Gaighata

সমকালীন প্রতিবেদন : স্ত্রীর সামনেই আচমকা বাজ পরে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক কৃষকের। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ধর্মপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত কৃষকের নাম সন্ন্যাসী মন্ডল (‌৬০)‌।

জানা গেছে, এদিন সকালে স্ত্রী অর্চনা মন্ডলকে সঙ্গে নিয়ে কৃষিজমিতে কাজ করতে যান সন্ন্যাসী মন্ডল। এইসময় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি নামে। তড়িঘড়ি তাঁরা দুজন বাড়ি ফিরে আসার জন্য ব্যস্ত হয়ে পরেন। অর্চনাদেবী জানান, কৃষিকাজে ব্যবহৃত জিনিসপত্র হাতে দিয়ে তাঁর স্বামী তাঁকে এগোতে বলে।

কয়েক পা এগিয়ে যাওয়ার পরই বিকট শব্দে বাজ পড়ে। পেছনে তাকিয়ে দেখেন তাঁর স্বামী জমির মধ্যে দাঁড়িয়ে পরেছেন। তাঁর দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন। কাছে গিয়ে স্বামীর গায়ে হাত দিতেই তিনি মাটিতে পরে যান। অনেক ডাকাডাকি করেও তাঁর কোনও সাড়া পাওয়া যায় নি। 

মনে করা হচ্ছে বাজ পরেই তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাঁর দেহ উদ্ধার করে নিয়ে আসেন। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন