Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৯ এপ্রিল, ২০২২

গাইঘাটা, মধ্যমগ্রামে বিক্ষোভ ‌তৃণমূল, যুবলিগের

  

Protest-in-Gaighata-Madhyamgram - Trinamool-Juba-League

সমকালীন প্রতিবেদন : পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন জিনিসপত্রের দাম। আর তারই প্রতিবাদে গাইঘাটার ঠাকুরনগরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। শনিবার বিকেলে তৃণমূলের ‌গাইঘাটা পূর্ব ব্লকের পক্ষ থেকে ফ্লেক্স, প্ল্যাকার্ড নিয়ে ঠাকুরনগর রেল পার্কিং থেকে মিছিল শুরু হয়। 

মিছিল ঠাকুরনগর এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে ফের রেল পার্কিং এ শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন গাইঘাটার তৃণমূল নেতা গোবিন্দ দাস, জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী ইলা বাগচি, ব্লক সভাপতি শ্যামল সরকার সহ অন্যান্যরা।  

একই দাবিতে এদিন সারা ভারত যুব লীগ মধ্যমগ্রাম শাখার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ দেখানো হয়। এদিন মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের কাছে যশোর রোড অবরোধ করেন সংগঠনের কর্মী, সমর্থকেরা। তাঁদের দাবি, অবিলম্বে পেট্রোপণ্যের মূল্য কমাতে হবে। মূল্য না কমলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সারা ভারত যুব লীগ।

লাগাতার মূল্যবৃদ্ধির কারণে সমস্যায় পরছেন সাধারণ মানুষ। তাঁরাও অবিলম্বে পেট্রোপণ্যের মূল্য কমানোর বিষয়ে কেন্দ্র এবং রাজ্য– দুই সরকারকে উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন