সমকালীন প্রতিবেদন : ব্যক্তিগত জমির উপর দিয়ে জোর করে রাস্তা বের করার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক গৃহবধূ এবং তার ছেলে। শুধু তাই নয়, তাঁদেরকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন তাঁরা। এব্যাপারে তাঁরা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঢাকুরিয়া কাঁঠালতলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন গৃহবধূ স্মৃতি বিশ্বাস। তাঁর অভিযোগ, 'ওই এলাকায় আমরা জমি কিনে বাড়ি তৈরির কাজ শুরু করেছি। এখন প্রতিবেশীরা এসে বলছে, বাড়ি ভেঙে রাস্তা বের করার জায়গা দিতে হবে। আমরা এব্যাপারে প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালানো হয়।'
স্মৃতি বিশ্বাসের দাবি, তাঁরা যখন এই জমিটি কেনেন, তখন তাঁরা জানতেন না যে, রাস্তা তৈরি করার জন্য জমি ছাড়তে হবে। তাই নিজেদের জমির উপর বাড়ি তৈরি করার পর এখন প্রতিবেশীরা এসে বলছে, বাড়ি ভেঙে রাস্তা তৈরির জন্য জমি বের করে দিতে হবে। এব্যাপারে তাঁরা আদালতের দারস্থ হলে এই জমির উপর ১৪৪ ধারা জারি করা হয়। তারপরেও তাঁদের উপর হামলা চালানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন