সমকালীন প্রতিবেদন : বনগাঁয় বাস এবং অটোরিক্সা ইউনিয়নের মধ্যে গোলমালের জের চললো শুক্রবারেও। বাস শ্রমিকদের উপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে, এই অভিযোগে শুক্রবার বাস পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ মিছিল বের করলেন বনগাঁর ৯২/৯২এ বাসরুটের শ্রমিকেরা। তাঁদের এই প্রতিবাদ মিছিলে সামিল হন ই–রিক্সা ইউনিয়নের শ্রমিকেরাও।
উল্লেখ্য, শ্রমিক সংগঠনের অফিসের দখলদারিকে কেন্দ্র করে বৃহস্পতিবার বনগাঁর মতিগঞ্জ এলাকায় ব্যাপক গোলমাল বাঁধে অটো এবং বাস ইউনিয়নের শ্রমিকদের মধ্যে। ইটবৃষ্টি, ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হন একাধিকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার প্রতিবাদে দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করে।
এদিনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার বিকেলে মিছিল বের করেন বাস এবং ই–রিক্সা ইউনিয়নের শ্রমিকেরা। আইএনটিটিইউসি নেতা অমিত বসুর দাবি, বাস ইউনিয়নের শ্রমিকেরা জোর করে অটো ইউনিয়নের শ্রমিকদের অফিস দখল করে রেখেছিল। সেটি পুর্নদখল করা হয়। বাস ইউনিয়নের শ্রমিকেরা মিথ্যা অভিযোগ তুলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন