বনগাঁ পুরসভার ২২ টি ওয়ার্ডের কোন প্রার্থী কত ভোটে জয়ী হলেন, তা এক নজরে—
১। দীপালি বিশ্বাস (তৃণমূল–৬২০)
২। শিখা ঘোষ (তৃণমূল–১০৪৪)
৩। গোপাল শেঠ (তৃনমূল–৮৪৯)
৪। জ্যোৎস্না আঢ্য (তৃণমূল–১৩৭০)
৫। দিলীপ মজুমদার (তৃণমূল–২৬১)
৬। প্রসেনজিৎ বিশ্বাস(তৃণমূল–১২৪০)
৭। দেবদাস মন্ডল (বিজেপি–১০৩১)
৮। বন্দনা মুন্সি (তৃণমূল–৩১৪)
৯। বন্দনা দাস (তৃণমূল–২৯৯২)
১০। কৃষ্ণা রায় (তৃণমূল–১৫৮২)
১১। শম্পা মোহন্ত (তৃণমূল–১৯১২)
১২। টুম্পা রায় (তৃণমূল–২৫৮৮)
১৩। মৌসুমী চক্রবর্তী (তৃণমূল–১৬২৫)
১৪। দিলীপ দাস (তৃণমূল–৪২৯)
১৫। অমিতাভ দাস (তৃণমূল–১৭২৮)
১৬। অভিজিৎ কাপুরিয়া (তৃণমূল–৯৬৫)
১৭। ঋতুপর্ণা আঢ্য (কংগ্রেস–৬৯৪)
১৮। চিরঞ্জিত বিশ্বাস(নির্দল– ৩৪৫)
১৯। শর্মিলা দাস (তৃণমূল–৬৫৪)
২০। নারায়ণ ঘোষ (তৃণমূল–২৩৮৮)
২১। সুরজিৎ দাস (তৃণমূল–১৬৩২)
২২। সুকুমার রায় (তৃণমূল–১০১৬)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন