Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

বাংলা মোদের গর্ব মেলার উদ্বোধন নৈহাটিতে

 ‌

The-fair-was-inaugurated-at-Naihati

সৌদীপ ভট্টাচার্য : ‌উত্তর ২৪ পরগনার নৈহাটির রেল ময়দানে শুক্রবার থেকে শুরু হল 'বাংলা মোদের গর্ব'‌ মেলা। এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, বিধায়ক নির্মল ঘোষ, পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীনা মন্ডল সহ বিশিষ্টজনেরা। 


এই মেলার উদ্বোধন করে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, 'তিনদিন ধরে চলবে বাংলা মোদের গর্ব এই মেলাটি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে তথ্য সংস্কৃতি দপ্তর এই মেলার আয়োজন করেছে। মেলার পাশাপাশি এখানে প্রদর্শনী ও এক্সপো অনুষ্ঠিত হবে। এই মেলাতে হস্তশিল্পের স্টলও রয়েছে। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি বাংলা মোদের গর্ব মেলায় তুলে ধরা হবে।'‌ 


এদিন নৈহাটির রেল ময়দানে এই মেলার উদ্বোধনের পরই মেলায় প্রচুর মানুষ আসতে শুরু করেন। তিন দিন ধরে চলা এই মেলায় আসা দর্শকরা রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের জিনিসও কিনতে পারবেন। সব মিলিয়ে জমজমাট বাংলা মোদের গর্ব মেলা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন