Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

‌বনগাঁ‌–বাগদা সড়কে তীব্র যানজট এখন নিত্যদিনের সমস্যা

Heavy-traffic-jam-on-Bangaon-Bagda-road

সমকালীন প্রতিবেদন : বনগাঁ‌–বাগদা সড়কের মতিগঞ্জ থেকে শুরু করে কয়েক কিলোমিটার ধরে দাঁড়িয়ে থাকছে ট্রাক। ফলে দীর্ঘ যানজটে নাকাল হচ্ছেন পথচারীরা। বুধবার প্রায় তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে বনগাঁ শহরে আসতে হল। রুগী নিয়ে আটকে পড়লো অ্যাম্বুলেন্স। এই ঘটনায় ক্ষুব্ধ এই রুটের বাসকর্মীরাও। অবিলম্বে এই যানজট সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে না হলে, তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুমকি দিয়েছেন।  


এই রুটের বাসযাত্রীরা জানিয়েছেন, প্রতিদিন সকাল থেকেই তীব্র যানজটের সম্মুখীন হতে হচ্ছে পথচলতি মানুষদের। দুপাশে ট্রাক দাঁড়িয়ে থাকায় দু-তিন কিলোমিটার সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বনগাঁ থেকে বাগদা, দত্তপুলিয়া, বয়রা যাওয়ার একমাত্র রাস্তা এই সড়ক। আর এই সড়কের তীব্র যানজট ভোগান্তিতে ফেলছে তাঁদের। বনগাঁ পুরসভার পক্ষ থেকে বনগাঁ–বাগদা সড়কের কুঠিবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে পেট্রাপোলগামী ট্রাকের এন্ট্রি করার কারণে বহু ট্রাক সড়কের উপর দাঁড়িয়ে থাকছে৷ 


স্থানীয়দের অভিযোগ, যানজটের ফলে ঘন্টার পর ঘন্টা বাস, অটোকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ বাস, অটো শ্রমিকেরাও। নিত্যযাত্রীদের অভিযোগ, 'গত কয়েক মাস ধরে বনগাঁ‌–বাগদা রোডের দুধারে পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকায় তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে সকলকে। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যানজট কাটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না। প্রশাসনের কাছে আবেদন, যাতে দ্রুত এই যানজট মুক্তি ঘটে, তার ব্যবস্থা করা হোক।' ক্ষুব্ধ বাস-অটো এর শ্রমিকরা হুমকির সুরে জানিয়েছেন, 'অবিলম্বে এই যানজট সমস্যার সমাধানে ‌প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে, আমরা বৃহত্তর আন্দোলন করে সমগ্র বনগাঁ স্তব্ধ করে দেব।'‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন