Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

‌দিনের টুকিটাকি : ‌৮ নভেম্বর, ২০২১

গাছের ডাল

রাস্তার উপর গাছ ভেঙে পড়ে বিপত্তি ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার যশোর রোডের উপরে। অনেক পুরনো একটি অশ্বত্থ গাছ রয়েছে রাস্তার পাশে। সেই গাছ থেকেই এদিন আচমকাই গাছের একটি ডাল ভেঙে পড়ে যশোর রোডের উপরে। এরফলে দীর্ঘক্ষন যশোর রোডে যানজট হয়। খবর দেওয়ায় অশোকনগর পুরসভা এবং হাবরা থানায়। হাবড়া পুরসভার আধিকারিকেরা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে গাছের ডাল কেটে সরিয়ে দেন। যশোর রোডের উপরে এখনও রয়েছে বেশ কিছু পুরনো গাছ। গাছের ডালগুলিকে যদি পুরসভার উদ্যোগে কাটা হয়, তাহলে হয়তো এই ধরনের ঘটনা আর ঘটবে না বলে মনে করছেন স্থানীয়রা।



গোষ্ঠী সংঘর্ষ

রক্তদান শিবির করা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে আহত হয়েছেন ১০ জনেরও বেশি। গুরুতর আহতদের তড়িঘড়ি হাবরা হাসপাতালে নিয়ে আসা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর ১ নম্বর পঞ্চায়েতের বামনডাঙা এলাকায় রক্তদান শিবির আয়োজন করা হবে। তার জন্য একটি সভার আয়োজন করা হয়। অভিযোগ, তার আগেই বামনডাঙা এলাকার তৃণমূল নেতা টিংকু মন্ডল তার দলের কয়েকজন সঙ্গী নিয়ে মগরা বাজার এলাকায় চড়াও হয়। এই ঘটনায় গুরুতর আহত হন আব্দুল হাজী মোল্লা, ইয়াসিন মোল্লা, আব্দুল্লাহ মোল্লা, আবির মোল্লা সহ আরও কয়েকজন। অভিযোগ, টিঙ্কু মন্ডল এলাকায় ক্ষমতা জাহির করার জন্য নিজে একটি রক্তদান শিবির করে। সেই কারণেই এলাকায় আর কোনও রক্তদান হতে দেবে না সে। আর তারজন্যই এদিন মারধর শুরু করা হয় বলে আহতদের দাবি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন