Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌২২ অক্টোবর, ২০২১

জখম বাবা

ছেলের অবৈধ সম্পর্ক মেনে নিচ্ছেন না বাবা-মা। আর সেই রাগে বাবাকে মেরে গুরুতর জখম করল গুনধর ছেলে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার নহাটা এলাকায়। অভিযুক্ত ছেলের নাম প্রভাত সরকার। এব্যাপারে প্রভাত সরকারের বোন প্রতিমা সরকার অভিযোগ করেন, '‌আমার দাদার অবৈধ সম্পর্ক আছে। আমরা সেই সম্পর্ক মেনে নিচ্ছি না। আর সেই কারণেই আমার দাদা প্রায় দিনই আমাদেরকে মারধর করে। প্রায় দেড় বছর আগে প্রভাত সরকারের বাবা প্রফুল্ল সরকার তাঁর ছেলের অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এই ঘটনার পরেই রাগের বশে প্রফুল্ল সরকারকে নহাটা এলাকায় একা পেয়ে মারধোর করে বুকের পাঁজরের হাড় ভেঙে দেয় ছেলে প্রভাত সরকার।


দুয়ারে স্বাস্থ্য

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় চালু হল দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। বুধবার ভাটপাড়া পুরসভার  প্রশাসক গোপাল রাউতের উদ্যোগে দুয়ারে স্বাস্থ্য পরিষেবার প্রথম ধাপ দুয়ারে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল। পুরসভায় কন্ট্রোল রুম খুলে কর্মী নিযুক্ত করে দিনরাত এই পরিষেবা চালু থাকবে। কন্ট্রোল রুমে থাকা রেজিস্ট্রার বুকে নথিভুক্ত থাকবে অ্যাম্বুলেন্সগুলো কখন, কোথায় যাচ্ছে। পুর প্রশাসক গোপাল রাউত বলেন, আপাতত দশটি অ্যাম্বুলেন্স নিয়ে এই পরিষেবা চালু হল। প্রয়োজনে নতুন আরও অ্যাম্বুলেন্স কেনা হবে। পুরসভার এক্সিকিউটিভ অফিসার তন্ময় ব্যানার্জি জানান, অ্যাম্বুলেন্সে পুরসভার কর্মী থাকবেন। তাঁরা রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে তবেই ফিরবেন। আগামীদিনে অ্যাম্বুলেন্সের সংখ্যা আরও বাড়েনো হবে। এই পুরসভা এলাকাটি মূলত শ্রমিক শ্রেণীর মানুষের বসবাস। পুরসভা সূত্রে জানা গেছে, এই পরিষেবা সম্পুর্ন নিখরচায় দেওয়া হবে পুরসভার অন্তর্গত বাসিন্দাদের। ফলে ওই পরিবারগুলি এই পরিষেবায় যথেষ্ট উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন