Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌১ ডিসেম্বর, ২০২১

এইডস দিবস

বুধবার ছিল বিশ্ব এইডস দিবস। সেই উপলক্ষ্যে পুরুলিয়ার রাঁচি রোডের স্বাস্থ্য ভবন থেকে দুটি ট্যাবেলো সহ সচেতনতা গাড়ি বের হলো। এদিন দুপুরে পতাকা নেড়ে এই গাড়িগুলির যাত্রা শুরু করেন জেলার স্বাস্থ্য আধিকারিক স্বপন কুমার সরকার, সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এদিন  শহরের বাসস্ট্যান্ড এলাকায় পথচলতি সাধারণ মানুষকে প্রচারপত্র বিলি পাশাপাশি নানাভাবে সচেতন করা হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১৪ দিন ওই দুটি গাড়ি জেলার প্রতিটি ব্লক এলাকায় গিয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার চালাবে। একইসঙ্গে ছৌ নাচ, লোকনৃত্যের পাশাপাশি ঝুমুর গানের মধ্য দিয়ে এইডস সম্পর্কে মানুষকে সচেতন করা হবে। 


স্বাস্থ্য পরীক্ষা

পুলিশ কর্মীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন হলো বীরভূমের রামপুরহাটে। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এদিন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে এই শিবিরের আয়োজন করা হয়। শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার উদ্দেশ্যে  এদিনের শিবিরে রামপুরহাট মহকুমার ৮ টি থানার চল্লিশোর্দ্ধ বয়সী পুলিশ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিনের স্বাস্থ্য শিবিরে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা পুলিশ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি, রামপুরহাটের মহকুমা পুলিশ আধিকারিক সয়ান আহমেদ সহ বিভিন্ন থানার পুলিশ আধিকারিকেরগন।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন