সমকালীন প্রতিবেদন : দোকানে বসে এলাকার মানুষদের ভ্যাকসিন দিচ্ছে এক হাতুড়ে। এই অভিযোগ তুলে এলাকায় বিক্ষোভ-অবরোধ হল। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুর এলাকার এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। অভিযুক্ত হাতুড়ে শঙ্কর রায় এবং তার এক সহযোগী দিলীপ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আকাইপুর স্টেশন সংলগ্ন রেলগেট এলাকার কাছে বাজারের মধ্যে একটি দোকানে বসে স্থানীয় হাতুড়ে শঙ্কর রায় এলাকার মানুষদের করোনার ভ্যাকসিন দিচ্ছে। এই খবর পেয়ে এলাকায় হাজির হন আকাইপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য বিকাশ ঘোষ এবং তাঁর অনুগামীরা। তাঁর অভিযোগ, কোনও সরকারি কর্মসূচি না থাকা সত্ত্বেও এদিন নিজের দোকানে বসে ভ্যাকসিন দিচ্ছিল ওই হাতুড়ে। আকাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছের এক ব্যাক্তির মাধ্যমে এই ভ্যাকসিনগুলি সংগ্রহ করেছিল হাতুড়ে শঙ্কর রায়। ভ্যাকসিনগুলি আসল কি না, সে ব্যাপারেও সন্দেহপ্রকাশ করেন তিনি।
এই ঘটনার প্রতিবাদে এদিন সকাল ১১ টা নাগাদ টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। এই ঘটনায় তাঁরা প্রধানকেও দায়ী করেন। প্রধান উজ্জ্বলকুমার পাল জানান, 'লোক মারফত জানতে পেরেছি যে এক হাতুড়ে ভ্যাকসিন দিচ্ছে। সে কোথা থেকে এই ভ্যাকসিন পেল, তা আমার জানা নেই। সোমবার আকাইপুর এলাকায় সরকারিভাবে ১২৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। বাড়তি ভ্যাকসিন কোথায় গেছে, তা আমার জানা নেই।'
এব্যাপারে বনগাঁ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: মৃগাঙ্ক সাহা রায় জানান, 'সোমবার আকাইপুর এলাকায় ভ্যাকসিনেশনের জন্য ২২০০ ভ্যাকসিন পাঠানো হয়। মঙ্গলবার সেখানে সরকারিভাবে কোনও ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি ছিল না। ওই হাতুড়ে কোথা থেকে ভ্যাকসিনগুলি পেল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আইনী পদক্ষেপ করা হবে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন