Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

ইতিহাসে আজ : ১৪ নভেম্বর, ২০২১

Today-in-history

ইতিহাসে আজ 

জাতীয় প্রেক্ষিত  : 

১) ১৯০৮ খ্রিস্টাব্দে পুলিশের চর সন্দেহে অনুশীলন সমিতির সদস্য সুকুমার চক্রবর্তী ও অন্নদাপ্রসাদ ঘোষকে রমণায় এবং হাওড়ায় কেশব দে'কে হত্যা করা হয়। 

২) ১৯১৫ খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলায় সাত জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। 

৩) ১৯৩২ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের নেতা জিতু বোটকা'র নেতৃত্বে সাঁওতালরা আদিনা মসজিদে ব্যুহ রচনা করে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে। 

বিপক্ষের গুলিতে জিতু বোটকা ও সামু নিহত হন। 

৪) ১৯৪৭ খ্রিস্টাব্দে বৈদেশিক আমদানি–রপ্তানি সংক্রান্ত ব্যাপারে পাকিস্তান ভারতকে বিদেশি দেশ হিসাবে ঘোষণা করে।

৫) ১৯৫৫ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি কর্মচারী রাজ্য বীমা নিগমের (ESI Croporation) উদ্বোধন করেন। 

৬) ১৯৫৭ খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরুর জন্মদিন ভারতে প্রতি বছর 'শিশু দিবস' হিসাবে পালন করা হবে বলে ঘোষণা করা হয়।

৭) ১৯৮৭ খ্রিস্টাব্দে ওড়িশার কটকে পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। 

৮) ১৯৯৪ খ্রিস্টাব্দে বেজিং-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যামেচার বক্সিং টুর্নামেন্টে ভারত একটি সোনা, একটি রুপো ও দুটি ব্রোঞ্জ পদক লাভ করে। 

৯) ১৯৯৬ খ্রিস্টাব্দে দুটাকা মূল্যের নতুন 'কম্পিটিশন পোস্টকার্ড' চালু হয়। 

১০) আজকের দিনে জন্মেছিলেন  স্বাধীনতা সংগ্রামী ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু, 'mother of orphans' নামে খ্যাত সমাজসংস্কারক সিন্ধুতাই সাপকাল; স্প্রিন্টার অমিয় কুমার মল্লিক, ভারতীয় শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লা প্রমুখ। 

১১) আজকের দিনে প্রয়াত হন মালওয়ালি লেখক ভি কে নারায়ণ; মারাঠী ঔপন্যাসিক নারায়ণ হরি আপ্তে,; নাট্টব্যক্তিত্ব মনোহর সিং, কেন্দ্রীয় মন্ত্রী অজিত কুমার পাঁজা প্রমুখ। 



আন্তর্জাতিক প্রেক্ষিত  : 

১) ১৮৮৯ খ্রিস্টাব্দে সাংবাদিকতায় পথিকৃত নারী নেলি ব্লাই ৭২ দিনে সারা পৃথিবী ভ্রমণ করেন। 

২) ১৯২২ খ্রিস্টাব্দে ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি ব্রিটেনে রেডিও সার্ভিস শুরু করে।

৩) ১৯৬৯ খ্রিস্টাব্দে নাসা অ্যাপোলো ২ এর মাধ্যমে চন্দ্রাভিযান শুরু করে। 

৪) ২০০৮ খ্রিস্টাব্দে জি-২০ গোষ্ঠীভূক্ত দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন ওয়াশিংটন ডিসি'তে আয়োজিত হয়। 

৫) আজকের দিনে জন্মেছিলেন সুইশ লেখক জেকব স্যাফনার; নোবেল জয়ী কানাডিয়ান চিকিৎসক ফ্রেডারিখ ব্যান্টিং; সুইডিশ লেখক অ্যাস্ট্রিড লিন্ডগ্রেন; আমেরিকান গায়ক মার্থা টিলটন; আমেরিকান লেখক উইলিয়াম স্টেগ প্রমুখ। 

৬)আজকের দিনে প্রয়াত হন ব্রিটিশ ছোটগল্প লেখক সাকি; হাঙ্গেরিয়ান ভায়োলিনবাদক কার্ল ফ্লেস; গ্রীক অভিনেতা নিকিটাস প্ল্যাটিস; আর্জেন্টিনার ফুটবলার জে সি লরেঞ্জো প্রমুখ। 

স্মরণীয় আজ  : ভারতে শিশু দিবস, কলোম্বিয়ায় নারী দিবস, ইন্দোনেশিয়াতে মোবাইল ব্রিগেড দিবস, রোমানিয়াতে দোব্রুজা দিবস, বিশ্ব ডায়াবেটিস দিবস।

সংকলক  : স্বপন ঘোষ।




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন