Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৩ নভেম্বর, ২০২১

বনগাঁয় উপদলীয় কাজকর্ম করলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন ঋতব্রত

 ‌

Ritubrata-gave-the-message-to-take-strict-action

সমকালীন প্রতিবেদন : 'দলের মধ্যে উপদলীয় কাজকর্ম চলবে না‌। কেউ যদি জোর করে সেই কাজ করতে যান, তাহলে তার বিরুদ্ধে দলগত ব্যবস্থা গ্রহন করা হবে।'‌ বনগাঁয় জেলা আইএনটিটিইউসির অনুষ্ঠানে এসে এই সাবধানবাণী শুনিয়ে গেলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে বনগাঁ জেলা আইএনটিটিইউসি উদ্যোগে ডি এন ৪৪ বাসস্ট্যান্ডে শ্রমিকদের হাতে দীপাবলি উপলক্ষে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি নারায়ন ঘোষ, তৃণমূলের জেলা সভাপতি আলোরাণী সরকার, চেয়ারম্যান শঙ্কর দত্ত, শহর সভাপতি দিলীপ দাস, পুর প্রশাসক গোপাল শেঠ সহ অন্যান্যরা।


এদিন ঋতব্রত বলেন, '‌সাংগঠনিকভাবে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের কথা অনুসারে চলতে হবে। আগের মতো গো এস ইউ লাইকের মতো চললে হবে না। দলের শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। মমতা ব্যানার্জী, অভিষেক ব্যানার্জী এব্যাপারে পরিষ্কার নির্দেশ দিয়েছেন।' ‌আগামী কয়েক দিনের মধ্যে আইএনটিটিএউসির পূর্ণাঙ্গ রাজ্য কমিটির নাম ঘোষনা হবে বলে এদিন জানান তিনি। এদিনের অনুষ্ঠান মঞ্চে বনগাঁ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর রতন সাহা ও বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্য সুমন নাথ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 


এদিন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত কালীপুজোর উদ্বোধন করেন ঋতব্রত। এদিনের অনুষ্ঠানের আয়োজক তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ন ঘোষ জানান, 'করোনা পরিস্থিতির শুরুর সময় থেকে বিভিন্ন সময় রাজ্য সরকারের পাশাপাশি আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের পাশাপাশি অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্তা করেছি। কালীপুজো উপলক্ষে এদিন ৪ হাজার মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এর পাশাপাশি ৫০০ জন দরিদ্র মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।'‌


প্রসঙ্গত উল্লেখ্য, বনগাঁর ৯২/‌৯২ এ বাসরুটের মালিক-শ্রমিকদের মধ্যে সমস্যার কারণে গত কয়েকদিন ধরে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এই প্রসঙ্গে এদিন ঋতব্রত বলেন, 'এব্যাপারে নারায়ন ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের মধ্যে সমস্যার সমাধান করে আগামীকাল থেকেই যাতে বাস চলাচল শুরু করা যায়, তার ব্যবস্থা করা হবে।'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন