Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

ইতিহাসে আজ : ২৭ অক্টোবর ২০২১

Today-in-history

ইতিহাসে আজ

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৯০৫ খ্রিস্টাব্দে চারুচন্দ্র মল্লিকের গৃহে অনুষ্ঠিত সভায় রবীন্দ্রনাথ ঠাকুর কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক বক্তব্য রাখেন। রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন এবং উপস্থিত ছিলেন কৃষ্ণকুমার মিত্র, বিপিনচন্দ্র পাল, সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ তৎকালীন সম্ভ্রান্ত ব্যক্তিগণ। 

■ ব্রহ্মবান্ধব উপাধ্যায় 'A National College ' নাম দিয়ে জাতীয় শিক্ষার পরিকল্পনা করে একটি চটি গ্রন্থ প্রকাশ করেন। 

২) ১৯০৭ খ্রিস্টাব্দে হাসপাতালে বিচারাধীন বন্দী ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের জীবনাবসান ঘটে।

৩) ১৯০৮ খ্রিস্টাব্দে রাজনৈতিক নেতা হিসাবে অশ্বিনীকুমার দত্তের গ্রেপ্তার করে জেলে আটক করা হয়।

৪) ১৯৩৪ খ্রিস্টাব্দে বিপ্লবী শৈলেশ চট্টোপাধ্যায় আইন অমান্য আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়ে কিছুদিন হাসপাতালে থাকার পর এইদিন আজমীরের দেহলী বন্দীনিবাসে পুলিশের অত্যাচারে মৃত্যুবরণমৃত্যুবরণ করেন। 

৫) ১৯৪০ খ্রিস্টাব্দে গ্রেট ব্রিটেনের সঙ্গে যুদ্ধের ব্যাপারে সহযোগিতা করা সম্ভব নয় বলে আটটি প্রদেশের কংগ্রেস মন্ত্রীসভা পদত্যাগ করে।

৬) ১৯৪৭ খ্রিস্টাব্দে কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতে অন্তর্ভূক্ত হওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। কাশ্মীরকে সাহায্য করার জন্য সৈন্যবাহিনী প্রেরণ করা হয়। 

৭) আজকের দিনে জন্মেছিলেন বিপ্লবী যতীন দাস; প্রখ্যাত বাঙালি সংগীত রচয়িতা ও গায়ক আব্বাসউদ্দিন আহমেদ; টেনিস খেলোয়াড় সুনীল রাও; প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান; ভারতীয় অভিনেতা জি পি পিল্লাই ; সংগীত শিল্পী অনুরাধা পাড়োয়াল প্রমুখ। 

৮) আজকের দিনে প্রয়াত হন প্রখ্যাত গণিতবিদ সি পি রামানুজন; ভারতীয় কবি ভয়েলার রামভর্মা; ভারতীয় ক্রিকেটার বিজয় মার্চেন্ট; ভারতীয় অভিনেতা প্রদীপ কুমার প্রমুখ।


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১)১৮০৬ খ্রিস্টাব্দে ফরাসি বাহিনী বার্লিনে প্রবেশ করলে জেনারেল - অর্স্টেড এর যুদ্ধ হয়।

২) ১৮৭০ খ্রিস্টাব্দে ফরাসি বাহিনী প্রাশিয়ার কাছে সেডানের যুদ্ধে পরাস্ত হয়। ১, ৪০, ০০০ ফরাসি সৈন্য বন্দী হয় ।

৩) ১৯২২ খ্রিস্টাব্দে রোডেশিয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে সংযুক্ত হবার ব্যাপারে তাদের আপত্তি জানিয়ে দেয়। 

৪) ১৯৬১ খ্রিস্টাব্দে নাসা প্রথমবার স্যাটার্ন ১ নামে রকেট মহাকাশে উৎক্ষেপন করে।

৫) ১৯৭১ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী  কঙ্গোর নতুন নাম হয় জাইরে। 

৬)  ১৯৯১ খ্রিস্টাব্দ তুর্কমেনিস্তান সোভিয়েত ইউনিয়নের থেকে স্বাধীন হয়ে যায়। 

৭) আজকের দিনে জন্মেছিলেন নোবেল জয়ী আমেরিকান রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ট; ইংরেজ ক্রিকেটার জর্জ থমসন; ফরাসি অভিনেতা মাইকেল গালাব্রু; ব্রাজিলিয়ান রাষ্ট্রপতি এল আপেল ডি সিলভা প্রমুখ। 

৮) আজকের দিনে প্রয়াত হন ফরাসি ঘড়ি নির্মাতা রবার্ট হুবার্ট; আমেরিকান গল্ফার ওয়ারেন উড; আমেরিকান গণিতবিদ এলেন হেইস; নোবেল জয়ী আমেরিকান চিকিৎসক জেন এই ভ্যানডিক প্রমুখ। 

স্মরণীয় আজ  : স্লোভাকিয়াতে করনোভা বিয়োগাত্মক দিবস, গ্রীসে পতাকা দিবস, সেন্ট ভিনসেন্ট এর স্বাধীনতা দিবস, আমেরিকাতে নেভি দিবস, বিশ্ব অডিওভিজুয়াল ঐতিহ্য দিবস, কলম্বিয়াতে জাতীয় স্থাপত্য দিবস।

সংকলক  :  স্বপন ঘোষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন