Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

খেলরত্ন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা

Khel-Ratna-Award-recipients-announced

দেবাশীষ গোস্বামী : ঘোষিত হলো এ বছরের খেলরত্ন পুরস্কার  প্রাপকদের নাম। এখন এই পুরস্কারটি দেওয়া হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসেবে। আগে এই পুরস্কারটি দেওয়া হতো প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হিসেবে। এ বছর মোট ১১ জন খেলোয়াড়ের নাম খেলরত্ন পুরস্কার প্রাপক হিসেবে ঘোষণা করা হয়েছে।


ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি আজ ১১ জন খেলরত্ন পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করে।পুরস্কার প্রাপকদের মধ্যে অলিম্পিক ও প্যারালিম্পিক দলের পদকজয়ীরা ছাড়াও ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়, মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ও হকি দলের গোলরক্ষকের নামও আছে। এবারে ঘোষিত ১১ জন পুরস্কার প্রাপকের নাম হল- নীরাজ চোপরা, সুনীল ছেত্রী, মিতালি রাজ, পি আর শ্রীজেশ, অবনী লেখারা, সুমিত আন্টিল, লাভলিনা বড়গোহান, রবি কুমার দাহিয়া, প্রমোদ ভকৎ, কৃষ্ণ নাগর ও মনীশ নারওয়াল। এ বছরই প্রথম কোনও ফুটবলারের নাম খেলরত্ন পুরস্কারের জন্য ঘোষিত হল। ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীও এই পুরস্কার পাচ্ছেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন