Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

দিনের টুকিটাকি : ‌১৪ অক্টোবর, ২০২১

 বাতিল পুজো স্পেশাল

কলকাতার পুজো প্যান্ডেলগুলিতে ভিড় কমাতে এবার পুজো স্পেশাল ট্রেন বাতিল করল পূর্ব রেল কর্তৃপক্ষ। শিয়ালদা শাখায় এই ট্রেন বাতিল করা হয়েছে। শ্রীভূমি ক্লাবে বুর্জ খলিফা মন্ডপ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে সেখানে ভিড় জমাচ্ছিলেন দর্শনার্থীরা। আর তাতেই নবান্ন থেকে এই পুজোয় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় নবমীর সকালে। পাশাপাশি, রাজ্য সরকারের কথামতো পূর্বরেল কর্তৃপক্ষ শিয়ালদা শাখায় পুজো স্পেশাল নাইট সার্ভিস ট্রেন নবমী থেকে বাতিল করলো। কারণ, শ্রীভূমির ওই পুজো মন্ডপ দেখতে শহরতলী থেকে ট্রেনে করে ভিড় জমাচ্ছিলেন দর্শনার্থীরা। বনগাঁ, ডানকুনি, রানাঘাট, বজবজ এবং বারুইপুর– এই পাঁচটি রুটের মোট ৭ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে।




বৃষ্টির পূর্বাভাস

অবশেষে উৎসবের শেষ লগ্নে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার দশমীর দিন রাজের ৭ টি জেলায় বৃষ্টি হবার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা ছাড়াও এই জেলাগুলি হল দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দক্ষিনবঙ্গের এই জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বঙ্গোপোসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কারণে এই বৃষ্টি হবে বলে জানা গেছে।




















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন