Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

হাবড়ায় তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় অ্যাম্বুলেন্স পরিষেবা

 ‌

Ambulance-service-at-Habra

সমকালীন প্রতিবেদন : 'বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ফল করেছে, আগামী দিনে দিল্লীতে তা বিপুল আকার ধারণ করবে। বাংলা থেকে খেলা শুরু হয়েছে আজ। দিল্লিতে গিয়ে থামবে‌।' মঙ্গলবার হাবড়া শহর তৃণমূল ছাত্র যুব কংগ্রেসের একটি অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি‌।


রাজ্যের মধ্যে হাবড়াতেই প্রথম তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল এদিন। সেই অনুষ্ঠানেই সায়ন্তিকা ছাড়াও উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। 


বক্তব্য রাখতে গিয়ে সায়ন্তিকা বলেন, '‌ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে বিপুল ভোটে জিতবেন, সেটি আগে থেকেই জানা ছিল। লড়াই ছিল বিরোধীদের মধ্যে কে দ্বিতীয় এবং কে তৃতীয় হবেন। বিরোধীরা যতই ছাপ্পা ভোটের অভিযোগ তুলুক না কেন, মানুষ যোগ্য জবাব দিয়েছে। তাই মমতা ব্যানার্জী বিপুল ভোটে জয়ী হয়েছেন।'  


অনুষ্ঠান শেষে রাজ্যের ‌বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের কৃষক মৃত্যুর ঘটনা প্রসঙ্গে বলেন, '‌এটা একটা লজ্জাজনক ঘটনা। নরেন্দ্র মোদী কৃষক আন্দোলনকে দমাতে চাইছেন। দু'বছর ধরে কৃষকদের আন্দোলন চলছে। কৃষকদের কি দাবি আছে, সেটা নরেন্দ্র মোদী বুঝতে পারছেন না। উত্তরপ্রদেশে কৃষকদের উপর যে হত্যালীলা চালিয়েছে বিজেপি সরকার, তারজন্য অবিলম্বে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত।'‌  


তিনি আরও বলেন, 'কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে নয়, বর্তমানে সুপ্রিম কোর্টের কোনও বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করা উচিত। এই ঘটনার সঙ্গে সরাসরি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে যুক্ত। তার বিরুদ্ধে শুধু একটা এফআইআর করে ছেড়ে দিলে হবে না।'‌ 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন