মোটর সাইকেল চোরাই চক্র
আন্তঃরাজ্য মোটর সাইকেল চোরাই চক্রের সন্ধান পেল পুরুলিয়া সদর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নম্বর প্লেটহীন ৯ টি চোরাই মোটর সাইকেল এবং মোটর সাইকেলের ১ টি ইঞ্জিন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুই চোরাকারবারীকে। তাদের নাম ইন্তিয়াজ আনসারী ও মনসুর আনসারী। বাড়ী পুরুলিয়ার জয়পুর থানার নারায়নপুর গ্রামে। সম্পর্কে তারা দুই ভাই। জয়পুর থানার চাষমোড় এলাকায় তাদের একটি মোটর সাইকেল সারাইয়ের একটি গ্যারেজ রয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত জানিয়েছেন, সম্প্রতি মোটর বাইক চুরির বেশ কয়েকটি ঘটনা ঘটে। এরপর সাদা পোশাকের পুলিশের একটি বিশেষ বাহিনী গঠন করে নজরদারি চালানো হয়। আর তাতেই সাফল্য আসে।
কলেজ পড়ুয়াদের ভ্যাকসিন
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সহযোগিতায় বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। মোট ৩ দিন ধরে এই ভ্যাকসিন দেওয়া হবে। কলেজ সূত্রে জানা গেছে, কলেজে এই মুহূর্তে প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী রয়েছেন। তাঁদের মধ্যে ৯ হাজার জনকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই অনুযায়ী ইতিমধ্যেই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। কলেজের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরে গিয়ে এই ভ্যাকসিন সংগ্রহ করে আনা হচ্ছে। ভ্যাকসিন দেওয়ার জন্য ৩০ জন নার্স উপস্থিত থাকছেন। তবে ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ব্যক্তিগত উদ্যোগে ভ্যাকসিন নেওয়ার কাজ সেরে ফেলেছেন বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন