ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৮৭৯ খ্রিস্টাব্দে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের প্রথম সৈনিক বাসুদের বলবন্ত ফাড়কে বন্দী অবস্থায় জেল থেকে পালালেও আজকের তারিখে তিনি আবার ধরা পড়েন।
২) ১৯১১ খ্রিস্টাব্দে মহীয়সী সেবাব্রতী নারী ও ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী ভগিনী নিবেদিতার মাত্র চুয়াল্লিশ বছর বয়সে জীবনাবসান ঘটে।
৩) ১৯৪০ খ্রিস্টাব্দে ওয়ার্ধায় অনুষ্ঠিত কংগ্রেস কমিটিতে গান্ধীজীর প্রস্তাব 'ব্যক্তিগত সত্যাগ্রহ' অনুমোদিত হয়।
৪) ১৯৪৬ খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরুর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেওয়ার ব্যাপারে জিন্না তাঁর সম্মতি জানান।
৫) ২০১৩ খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের দাঁতিয়া জেলায় 'নবরাত্রি' উদযাপন উপলক্ষ্যে একটি ব্রিজের ওপর পদপিষ্ট হয়ে ১০৯ জন মানুষের মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনা গোটা দেশকে হতবাক করে দিয়েছিল।
৬) আজকের দিনে জন্মেছিলেন স্বাধীনতা সংগ্রামী বল্লভভাই দেশাই; ভারতীয় সিনেমার অন্যতম আইকনিক অভিনেতা অশোক কুমার; ভারতে এস ও এস শিশু গ্রাম' এর পৃষ্ঠপোষক জগন্নাথ কউল; প্রখ্যাত ব্যবসায়ী ব্যক্তিত্ব রাজ শিপ্পী; এইচ সিএল'র মুখ্য সঞ্চালক সিনেমার বিজয় কুমার প্রমুখ।
৭) আজকের দিনে প্রয়াত হন উনিশ শতকের ভারতীয় কবি আমীর মিনাই; বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক পেমাঙ্কুর আতর্থী; প্রাক্তন লোকসভার সাংসদ হরিহর সাওয়ন প্রমুখ; প্রবাদপ্রতীম ভারতীয় গায়ক কিশোর কুমার প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৮৮৫ খ্রিস্টাব্দে আমেরিকার আটলান্টাপ্রদেশেরজর্জিয়াতে 'জর্জিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি' প্রতিষ্ঠিত হয়।
২) ১৯০৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের পার্লামেন্টে প্রথম মহিলা সাংসদ হিসাবে বক্তৃতা রাখেন মার্গারেট ট্রেভার্স সিমন্স।
৩) ১৯১৭ খ্রিস্টাব্দে সূর্যের অত্যাশ্চর্য রূপ প্রত্যক্ষ করার জন্য পর্তুগালের কোভা ডা ইরিয়াতে প্রায় ৭০,০০০ মানুষ জমায়েত হন ।
৪) ১৯৪৬ খ্রিস্টাব্দে ফ্রান্স চতুর্থ রিপাবলিক এর সংবিধানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
৫) ২০১৬ খ্রিস্টাব্দে মালদীভ ' কমনওয়েলথ অব নেশনস' থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে ।
৬) আজকের দিনে জন্মেছিলেন ইতালিয়ান চিত্রকর ম্যারিটো অ্যালবারটিনেল; জার্মান চিকিৎসক রুডলফ ভার্চাউ;রাশিয়ান কবি শশা জ। ; গ্রীক গায়ক নানা মৌসকৌরী; পাকিস্তানী গায়ক নুসরত ফতে আলি খান প্রমুখ ।
৭) আজকের দিনে প্রয়াত হন জার্মান জার্মান ঐতিহাসিক স্যামুয়েল ভন পুফেনডর্ফ; নোবেল জয়ী ডেনিস লেখক কে এ জেলেরআপ; সুইডিশ লেখক আর্নেস্ট ডিডরিখ; নোবেল জয়ী আমেরিকান চিকিৎসক ওয়াল্টার হাউজার বার্টেন প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে মহাঅষ্টমী– দেবী দুর্গার মহা পুজো, পোল্যান্ড প্যারামেডিকেল দিবস, আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ দিবস।
সংকলক : স্বপন ঘোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন