Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

ইতিহাসে আজ : ১ অক্টোবর ২০২১

 ‌

Today-in-history

ইতিহাসে আজ 

জাতীয় প্রেক্ষিত :

১) ১৭৬৩ খ্রিস্টাব্দে নবাব মিরকাশিম উদয়নালার যুদ্ধে পরাজিত হয়ে দেশীয় বন্দীদের হত্যা করে পাটনার উদ্দেশ্যে পলায়ন করেন। 

২) ১৮৬৪ খ্রিস্টাব্দে কলকাতায় ভয়াবহ সাইক্লোনে ৭০, ০০০ মানুষের মৃত্যু হয়েছিল। 

৩) ১৭৯৮ খ্রিস্টাব্দে চুয়াড় সর্দার লাল সিং বরাভূমের সাত ক্রোশের মধ্যে চার হাজার চুয়াড়কে বিদ্রোহের উদ্দেশ্যে জমায়েত করে। 

৪) ১৮৯৮ খ্রিস্টাব্দে বীরসা মুণ্ডার নেতৃত্বে মুণ্ডারা বিদ্রোহের জন্য ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে দুখারি পাহাড়ে এক মহাসম্মেলনে মিলিত হয় । 

৫) ১৯০৬ খ্রিস্টাব্দে আগা খানের নেতৃত্বে একটি মুসলিম প্রতিনিধি দল বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাত করেন। এই প্রতিনিধিদলের দাবি ছিল মুসলিম সম্প্রদায়ের জন্য বিভিন্ন সুযোগসুবিধা। 

৬) ১৯১৪ খ্রিস্টাব্দে অমৃতসরের একটি সমাবেশে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরিকল্পনা গৃহীত হয়। 

৭) ১৯১৮ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বেনারস জেলে বিপ্লবী সুশীল লাহিড়ীর ফাঁসি হয়। তিনি তাঁর ঘনিষ্ঠবন্ধু বিপ্লবী বিনায়ক রাও কাপলেকে বিশ্বাসঘাতকতার অপরাধে হত্যা করেছিলেন। 

৮) ১৯২৪ খ্রিস্টাব্দে কানপুরে বিপ্লবীদের গুপ্ত সমিতির এক অধিবেশন শচীন্দ্রনাথ সান্যাল ও যোগেশচন্দ্র চ্যাটার্জীর যৌথ প্রচেষ্টায় সর্ব- ভারতীয় গুপ্ত প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যার নাম রাখা হয় 'হিন্দুস্থান সাধারণতন্রী সংঘ' বা 'Hindustan Republic Association'.

৯) ১৯৩৭ খ্রিস্টাব্দে বি আর আম্বেদকর 'ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি' গঠন করেন। 

১০) ১৯৩৯ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন ফরওয়ার্ড ব্লক নাগপুরে এক সাম্রাজ্যবাদ বিরোধী সম্মেলন আহ্বান করে। 

১১) ১৯৪০ খ্রিস্টাব্দে গান্ধীজী এক নতুন পদ্ধতিতে সংগ্রাম পরিচালনা করার কথা উদ্ভাবন করেন- যার নাম দেওয়া হয় 'ব্যক্তিগত সত্যাগ্রহ'।

১২) ১৯৫৩ খ্রিস্টাব্দে ভারতের মানচিত্রে নতুন রাজ্য হিসাবে অন্ধ্রপ্রদেশের জন্ম হয়। 

১৩) ১৯৬৭ খ্রিস্টাব্দে 'ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড' প্রতিষ্ঠিত হয়। 

১৪) ১৯৭৮ খ্রিস্টাব্দে শিশু বিবাহ আইন সংশোধিত হয়ে মেয়েদের বিবাহের নূন্যতম বয়স ১৮ বছর ও ছেলেদের বিবাহের বয়স ২১ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

১৫) ১৯৮৭ খ্রিস্টাব্দে রূপ কানওয়ারের ঘটনার প্রতিক্রিয়া হিসাবে 'রাজস্থান সতী (নিবারণ) অর্ডিন্যান্স' ১৯৮৭ জারি করা হয়। 

১৬) আজকের দিনে জন্মেছিলেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ;  প্রখ্যাত ভারতীয় চিকিৎসক নীলরতন সরকার; ভারতীয় সমাজ সংস্কারক আর ভি নাইডু; ভারতীয় স্বাধীনতা সংগ্রামী হৃদয়নাথ কুঞ্জরু; অভিনেতা মহেশ ঠাকুর; প্রখ্যাত সংগীত পরিচালক শচীনদেব বর্মণ; ভারতীয় চিত্রাভিনেতা ও প্রযোজক শিবাজী গনেশণ প্রমুখ। 

১৭) আজকের দিনে প্রয়াত হন ভারতীয় শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লা; ভারতের অন্যতম বামনমানব গুল মহম্মদ প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৯১২ খ্রিস্টাব্দে প্রথম বলকান যুদ্ধ শুরু হয়। 

২) ১৯৬৭ খ্রিস্টাব্দে বিপ্লবীনেতা চে গুভারা বলিভিয়াতে গ্রেপ্তার হন। 

৩) ১৯৭০ খ্রিস্টাব্দে আলেকজান্ডার সলঝিনেৎঝিন সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 

৪) ১৯৭৪ খ্রিস্টাব্দে আমেরিকার ফ্র্যাঙ্কলিন ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতির কারণে ভেঙে পড়ে। 

৫) ২০০১ খ্রিস্টাব্দে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 'Office of the Homeland  Security'র প্রতিষ্ঠা করেন। 

৬) আজকের দিনে জন্মেছিলেন ফরাসি ঐতিহাসিক জে এ থউ; ফরাসি বিজ্ঞানী মাইকেল বিওনিস্ট; ইংরেজ দার্শনিক হ্যারিয়েট টেলর; আমেরিকান রসায়নবিদ ম্যারি অ্যাঞ্জেল পেনিংটন; নোবেল জয়ী ডেনিস রসায়নবিদ জেন্স ক্রিশ্চিয়ান স্কাউ প্রমুখ। 

৭) আজকের দিনে প্রয়াত হন ইংরেজ গণিতবিদ জন গ্রেভস; রাশিয়ান চিত্রকর অ্যালেক্সেই স্যাভরাসভ; ব্রিটিশ অভিনেতা নাইজেল ব্রুশ; ফরাসি দার্শনিক গ্যাব্রিয়েল মার্শেল; আমেরিকান ঐতিহাসিক জেমস চেস; সুইস প্রত্নতাত্ত্বিক রুডলফ ক্যাসার প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে দশমী শ্রদ্ধা, এয়ার ফোর্স দিবস, জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস, আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস, আন্তর্জাতিক কফি দিবস, বিশ্ব নিরামিষাশী দিবস, ইরানে শিশু দিবস, পেরুতে নেই দিবস, হাওয়াইতে আবিষ্কার দিবস, মার্কিন যুক্তরাষ্ট্রে দেশীয় মানব দিবস।

সংকলক : স্বপন ঘোষ। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন