Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ইতিহাসে আজ : ৭ সেপ্টেম্বর ২০২১

 ‌

Today-in-history

ইতিহাসে আজ 

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৯০৬ খ্রিস্টাব্দে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। 

২) ১৯৩২ খ্রিস্টাব্দে স্বদেশী যুগের সর্বত্যাগী স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক শ্যাম সুন্দর চক্রবর্তীর জীবনাবসান ঘটে। 

৩) ১৯৪৬ খ্রিস্টাব্দে বঙ্গীয়  প্রাদেশিক সরকার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। 

৪) ১৯৫৪ খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালের উন্নয়নের জন্য ইন্দ্রকুমার কারনারী সতেরো লক্ষ টাকা দান করলে তাঁর পিতামহের নামে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালের নামকরণ করা হয় শেঠ সুখলাল কারনারী হাসপাতাল (পি জি )।

৫) ১৯৫৫ খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কাউন্সিল ফর সেকেন্ডারি এডুকেশন (AICSE)

গঠন করেন। 

৬) ১৯৯১ খ্রিস্টাব্দে বাল্টিক প্রজাতন্ত্রের অন্তর্গত লিথুয়ানিয়া, এস্টোনিয়া ও লাটভিয়াকে ভারত স্বীকৃতি দেয়। 

৭) ২০০৬ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের মালেগাঁওতে সন্ত্রাসবাদীদের বোমার আঘাতে ৩৭জনের মৃত্যু হয় এবং ১২৫ জন আহত হন।

৭) আজকের দিনে জন্মেছিলেন অভিনেত্রী পি ভানুমতি; ঔপন্যাসিক  ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়; প্রখ্যাত সমবায় সংগঠক এলা রমেশ ভাট; মালায়ালম সিনেমার অভিনেতা ও প্রযোজক মামুট্টি; কংগ্রেস নেতা সচিন পাইলট প্রমুখ; অভিনেত্রী রাধিকা আপ্তে প্রমুখ। 

৮) আজকের দিনে প্রয়াত হন ভারতীয় বিমান বাহিনীর কর্মাধ্যক্ষা নীরজা ভানত; বিদেশ সচিব রমেশ ভাণ্ডারী প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত :

১) ১৯০১ খ্রিস্টাব্দে চিনে বক্সার বিদ্রোহ ঘটে এবং বক্সার প্রটোকল স্বাক্ষরিত হয়।

২) ১৯২৭ খ্রিস্টাব্দে ফিলো ফ্রান্সিস প্রথম সম্পূর্ণ ডিজিটাল টেলিভিশন তৈরীকরেন। 

৩) ১৯৫৩ খ্রিস্টাব্দে নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত কমিউনিস্ট পার্টির প্রথম সেক্রেটারি নিযুক্ত হন। 

৪) ১৯৯৯ খ্রিস্টাব্দে এথেন্সের ভূমিকম্পে ১৪৩ মৃত, ১৬০০ আহত, ৫০ হাজার মানুষ গৃহহীন হন।

৫) আজকের দিনে জন্মেছিলেন প্রাশিয়ান অর্থনীতিবিদ এইচ এইচ গসেন; ফরাসি ভাষ্কর আলেকজান্ডার ফ্লাগুইয়ার; ইংরেজ ক্রিকেটার জর্জ হার্ট; ইংরেজ কবি ও সমালোচক এডিথ সিটওয়েল; জার্মান চিত্রকর ম্যারি বাওয়ারমিস্টার প্রমুখ। 

৬) আজকের দিনে প্রয়াত হন আমেরিকান সেক্রেটারি অব স্টেট হ্যামিলটন ফিস, ইংরেজ লেখক আলফ্রেড উইলিয়াম রিচ; আমেরিকান কার্টুনিস্ট বাড ফিসার; আমেরিকান অভিনেত্রী স্প্রীং বাইংটন প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে জাতীয় অ্যাকর্ন স্কোয়াশ দিবস,  জাতীয় বিয়ার লাভার দিবস, জাতীয় গ্রেটফুল পেশেন্ট দিবস, জাতীয় সুপার হিউম্যান দিবস, পাকিস্তানে এয়ার ফোর্স দিবস, আমেরিকাতে শ্রম দিবস, ফিজিতে সংবিধান দিবস, ব্রাজিলে স্বাধীনতা দিবস, ইউক্রেনে মিলিটারি ইন্টেলিজেন্স দিবস, মোজ্ম্বিকে বিজয় দিবস। 

সংকলক : স্বপন ঘোষ। 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন