সমকালীন প্রতিবেদন : টি-২০ ক্রিকেটে ১৬৭ রান আজকাল বড় স্কোর নয়। তবু সেই তুলনামূলক স্বল্প পুঁজিতেই গোল্ড কোস্টে অসাধারণ জয় তুলে নিল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার চতুর্থ টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের ভারত। এক দিনের সিরিজ হারলেও, টি-২০ সিরিজ হাতছাড়া হতে দিচ্ছে না ভারতীয় দল।
গোল্ড কোস্টের কারারা ওভালে টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৬৭/৮। ব্যাটিং ব্যর্থতার পরও ভারতের বোলাররা অসাধারণ নিয়ন্ত্রিত পারফরম্যান্স দেখান। ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও শিবম দুবে মিলে একপ্রকার ছিন্নভিন্ন করে দেন অজিদের ইনিংস। জবাবে মিচেল মার্শের দল ১১৯ রানে গুটিয়ে যায়।
শুরুর দিকে অস্ট্রেলিয়া ভালোই শুরু করেছিল। প্রথম উইকেট জুটিতে আসে ৩৭ রান। কিন্তু স্কোরবোর্ডে ৬৭ তে পৌঁছতেই খেলার মোড় ঘুরিয়ে দেন ভারতের স্পিনাররা। মন্থর পিচে নিখুঁত লাইন-লেন্থে বল রেখে দাপট দেখান ওয়াশিংটন ও অক্ষর। শিবম দুবেও তাঁর গতি ও ভ্যারিয়েশনে অজিদের ব্যাটারদের সমস্যায় ফেলেন। প্রত্যেক বোলারই পেয়েছেন উইকেট, যা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে আরও।
তবে ভারতের ব্যাটিং এখনও উদ্বেগের কারণ। ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে পরীক্ষা চালালেন গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট। শিবম দুবেকে ওপরে পাঠানো হয়, তিলক বর্মা নেমেছেন মাঝ বরাবর, অক্ষর আটে। কিন্তু কেউই বড় রান করতে পারেননি। গোল্ড কোস্টের ধীর পিচে বড় শট নেওয়া কঠিন হয়ে পড়েছিল। শুভমন গিল ও অভিষেক শর্মার শুরুটা ভালো হলেও, উইকেট পড়ার পর চাপ বাড়ে। অস্ট্রেলিয়ার নেথান এলিস তাঁর অফকাটার ও ভ্যারিয়েশনে ভারতীয় ব্যাটারদের বারবার বিভ্রান্ত করেছেন।
অন্যদিকে, ভারতের বোলাররা পিচের চরিত্র চমৎকারভাবে কাজে লাগিয়েছেন। গোল্ড কোস্টে এই প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলল ভারত। অচেনা উইকেটে অসাধারণ পরিকল্পনা ও শৃঙ্খলায় বল করেই জয় ছিনিয়ে নিল সূর্যরা। দিনের শেষে এই জয় কেবল একটি ম্যাচ জয় নয়, বরং আত্মবিশ্বাস পুনরুদ্ধারের লড়াইয়েও বড় পদক্ষেপ। সিরিজ এখন ২–১ ভারতের পক্ষে। শনিবার ব্রিসবেনের গাব্বায় শেষ ও নির্ণায়ক ম্যাচ। এখন দেখার, শেষপর্যন্ত সূর্যরা এই ছন্দ ধরে রাখতে পারেন কি না।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন