সমকালীন প্রতিবেদন : পদত্যাগ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। কিছুক্ষণ আগেই পাঞ্জাবের রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে এক চিঠিতে জানিয়েছিলেন, 'আমাকে যদি দলে গুরুত্ব দেওয়া না হয়, আমি আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকতে চাই না।'
এরপর এআইসিসির পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াত আজ চন্ডিগড়ে কংগ্রেসের মুখ্যালয়ে পাঞ্জাবের সমস্ত কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে বেশিরভাগ সদস্যই অমরিন্দর সিং এর বিপক্ষে মত দেন। আর সেখানেই সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং কে পদত্যাগ করতে বলা হবে।
উল্লেখ্য, কিছুদিন যাবৎ পাঞ্জাব কংগ্রেসের সভাপতি, প্রাক্তন ক্রিকেটার নভজোৎ সিং সিধুর সঙ্গে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এর বনিবনা হচ্ছিল না। সেই জন্য আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে সরিয়ে দেওয়া হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন