Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

‌মুখ্যমন্ত্রীর সমালোচনায় বিরোধী দলনেতা

Leader-of-the-Opposition-criticized-the-Chief-Minister

শম্পা গুপ্ত : '‌রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আর স্বাস্থ্যমন্ত্রী নেমেছেন ভবানীপুরের ভোট প্রচারে।' দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র এমনই কড়া ভাষায় সমালোচনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

বৃহস্পতিবার পুরুলিয়ার তেলকল পাড়ায় বিজেপির একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন বিধানসভার বিরোধী দলনেতা। এদিন তিনি আগাগোড়াই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল দলের কড়া ভাষায় সমালোচনা করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'রাজ্যের বহু জেলাতে‌ই অজানা জ্বরে বহু শিশু আক্রান্ত হচ্ছে। সেদিকে নজর নেই মুখ্যমন্ত্রীর। তিনি ভবানীপুরে ভোট প্রচারে নেমেছেন। এমনকি তিনি নির্বাচনী বিধি ভেঙ্গে এখনও বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তিনি ভুলে গিয়েছেন যে, তিনি একটি রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন। নির্বাচনী বিধি ভেঙে সচিবদের সঙ্গে নিয়ে, সামনে রেখে বক্তব্য রাখছেন।' 

এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'রাজ্যের মানুষ বিজেপির ৭৭ জন বিধায়ককে জয়ী করে পাঠিয়েছেন। ভয় দেখিয়ে দু–চার জনকে নিয়ে গেছেন আমাদের দল থেকে। তবে কোনভাবেই মাথানত করবে না একটি সর্বভারতীয় দল। আপনারা  মনে রাখবেন, আমাদের নেতা নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলায় এবার নির্বাচনে যে ফল হয়েছে, তাতে আমরা নিশ্চিত, আগামী দিনে পুরসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনে দল ভালো ফল করবে। তবে কোনোভাবেই ভয় পাবেন না। আপনাদের জন্য আমি রয়েছি।' 

তিনি আরও অভিযোগ করেন, 'পুরুলিয়া জেলায় গত কয়েক দিনে ২৩৭ জন শিশু অজানা জ্বরে আক্রান্ত হয়েছে। এখানকার বিধায়কের কাছ থেকে শুনলাম হাসপাতালে এক একটা বিছানায় ছয় জন করে শিশু রয়েছে। তাহলে স্বাস্থ্যব্যবস্থা কোথায় ?‌ তা তো একেবারে ভেঙে পড়েছে। এদিকে নজর নেই স্বাস্থ্যমন্ত্রীর। তিনি ভোট প্রচারে ব্যস্ত।' 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন