Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, 9 August 2021

বিজেপির যুব মোর্চার মশাল মিছিল বাগদায়, অনুপস্থিত বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস

Torch-procession-in-Bagda

সমকালীন প্রতিবেদন : বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে দলের যুব মোর্চার পরিচালনায় বাগদায় মশাল মিছিল অনুষ্ঠিত হল। সেই মিছিলে অবশ্য উপস্থিত থাকলেন না দলের বাগদারই বিধায়ক বিশ্বজিৎ দাস। আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। 

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নির্বাচনের পরবর্তী হিংসার প্রতিবাদে ও ভ্যাকসিন নিয়ে দুর্নীতির প্রতিবাদে বনগাঁ জেলা  বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনা ‌জেলার বাগদার হেলেঞ্চা মার্কেটিং থেকে  একটি মশাল মিছিল বের হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। কিন্তু মশাল মিছিলে ছিলেন না বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। 

এই বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব জানিয়েছেন, 'নির্বাচনের পরে ভ্যাকসিন, সামাজিক দুর্নীতি, নারী নির্যাতন ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আক্রমনের ঘটনা ঘটেই চলেছে। তারই প্রতিবাদে এই মিছিল।' বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের অনুপস্থিতি নিয়ে তিনি জানান, 'উনি অসুস্থ আছেন। তাই উপস্থিত থাকতে পারেন নি। এর মধ্যে অন্য কোনও বিষয় নেই।' 

এই বিষয়ে বাগদা তৃণমূল কংগ্রেসের মনিটরিং কমিটির সদস্য তরুণ ঘোষ জানিয়েছেন, 'বাগদার বিজেপি বিধায়ককে কখনই বিজেপির কর্মসূচিতে দেখা যায় না। কিন্তু এলাকার নানা উন্নয়নমূলক কর্মসূচিতে তাঁকে থাকতে দেখেছি।' আগামীতে তৃণমূলে যোগ দেবেন কিনা, এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের দলের উর্দ্ধতন নেতৃত্ব এ বিষয়ে যা বলার বলবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।'No comments:

Post a Comment