Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১১ আগস্ট, ২০২১

প্রতিবন্ধী–দুঃস্থ মানুষদের ইলিশ–চিংড়ি খাইয়ে জন্মদিন পালন

 

Hilsa-shrimp-on-birthday

সৌদীপ ভট্টাচার্য : বর্ষার সময়ে একদিনও খেতে পারেন নি ইলিশ মাছ। এই কথা ‌জানতে পেরে নিজের জন্মদিনে প্রতিবন্ধী–দুঃস্থ মানুষদের ইলিশ, চিংড়ি মাছ খাওয়ানোর উদ্যোগ নিলেন বারাসত নবপল্লী কাঁঠালতলার বাসিন্দা জলি সেনগুপ্ত। ৭০ তম জন্মদিনে তাঁর এই উদ্যোগকে স্বার্থক জানাতে তাঁর পরিবারের পাশাপাশি এগিয়ে আসে হৃদয়পুর নবসোপান নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও। 

তাদের যৌথ উদ্যোগে হৃদয়পুরের সপ্তর্ষি ভবনে প্রায় শতাধিক প্রতিবন্ধী, বয়স্ক মানুষদের হাতে তুলে দেওয়া হল ভাত, সরষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি সহ অনেক কিছু। জলিদেবীর এইরকম মানবিক ইচ্ছাকে সম্মান জানাতে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ। ছিলেন চিকিৎসক বিবর্তন সাহা, নবসোপানের কর্ণধার রত্না রায় সহ বিশিষ্টজনেরা। 

এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী রথীন ঘোষ জানান, 'নিজের জন্মদিনে জলিদেবী যে মানবিক কাজের উদ্যোগ নিয়েছেন, তা এক কথায় ‌অনবদ্ধ।' চিকিৎসক বিবর্তন সাহা জানান, '‌করোনা অতিমারীর কারণে বহু মানুষ কাজ হারিয়েছেন। অনেক মানুষের ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না। কিন্তু জলিদেবী নিজের জন্মদিনে সেই সব মানুষকে তাঁদের ইচ্ছা পূরণের জন্য এদিন খাবার তুলে দিলেন। জলি সেনগুপ্তের এদিনের এই কাজে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে অনেক মানুষ এইরকম মানবিক কাজে এগিয়ে আসবেন।'  


সরষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি পেয়ে উপস্থিত প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিরা জানালেন, 'অনেক দিন ধরেই খাবার ইচ্ছা ছিল একটু ইলিশ মাছের। জলিদেবীর জন্য সেটা আজ জুটলো আমাদের। জন্মদিনে তাই ওনার দীর্ঘায়ু কামনা করি।'‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন