Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১১ আগস্ট, ২০২১

শিয়ালদা-বনগাঁ রেল শাখায় অবরোধ

  

Blockade-on-Sealdah-Bangaon-railway-branch

সমকালীন প্রতিবেদন : ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে বুধবার সকাল থেকে শিয়ালদা-বনগাঁ রেল শাখায় অবরোধ শুরু করলেন নিত্যযাত্রীরা। এই রেল শাখার দত্তপুকুর রেল স্টেশনে এই অবরোধ শুরু হয়। তিন ঘন্টা ধরে এই অবরোধ চলে।

অবরোধকারীদের দাবি, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মস্থলে কাজ শুরু হলেও পরিবহনের অন্যতম মাধ্যম রেলপথ এখনও স্বাভাবিক নিয়মে চলছে না। হাতে গোনা যে কটি ট্রেন চলছে, তাতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। 

তাঁদের দাবি, অবিলম্বে রেল কর্তৃপক্ষকে ট্রেনের সংখ্যা বাড়িয়ে আগের মতো স্বাভাবিক ছন্দে ট্রেন চালাতে হবে। নিজেদের এই দাবির সমর্থনে এদিন সকাল সাড়ে আটটা থেকে দত্তপুকুর রেল স্টেশনে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। 

রেল পুলিশের কর্তারা দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলে প্রথম দিকে কোনও সুরাহার পথ বের হয়নি। ফলে অবরোধ উঠতে দেরি হয়। এই অবরোধের ফলে এই শাখার সমস্ত স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছন ট্রেনের যাত্রীরা।

অবশেষে রেলপুলিশের আশ্বাসবাণীতে সকাল সাড়ে এগারোটা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। আর তারপরেই এই শাখায় ট্রেন চলাচল শুরু হয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন