Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

আন্তর্জাতিক বাঘ দিবস


International Tiger Day

    আন্তর্জাতিক বাঘ দিবস 

        স্বপন ঘোষ 

আজ ২৯ জুলাই, আন্তর্জাতিক বাঘ দিবস। সারা বিশ্বে বাঘ সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ২৯ জুলাই তারিখকে 'বিশ্ব বাঘ দিবস'‌ হিসাবে পালন করা হয়। ২০১০ সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ বিষয়ক সমাবর্তন সভায় এই দিনটির সুচনা হয়। দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য হলো– বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এর সম্পর্কে থাকা ভুল ধারণা ও ভয় দূর করা।

বাঘ ভারতের জাতীয় পশু হওয়ার কারণে এই দিনটির গুরুত্ব এখানে অনেক বেশি। ভারত, বাংলাদেশ, নেপাল বা থাইল্যান্ডেই কেবল বাঘ দিবস পালিত হয় না। ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া সহ বিশ্বের সব দেশের সরকারই আজকের দিনটির গুরুত্ব উপলব্ধি করে নিজেদের দেশে এই দিনটি পালনের উদ্যোগ নিয়েছে। বিশ্ব বন্যপ্রাণী সংস্থা (WWF) আজকের দিনে বাঘ সংরক্ষণের লক্ষ্যে এবং বাঘের চোরা শিকার বন্ধ করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করে। সারা বিশ্বে এখন বাঘের সংখ্যা মাত্র ৩,২০০টি। 

সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং উৎসাহী পাঠকের আগ্রহ নিবৃত্তির লক্ষ্যে বাঘ বিষয়ক কিছু বইয়ের নাম এখানে প্রকাশ করা হল : 

১) K. Ulla Karnath & Conin Baxter : Tigers 

২) Tusher K. Niyogi : Tiger Cult of Sundarvans

৩) খসরু চৌধুরী : সুন্দরবনের বাঘের পিছু পিছু 

৪) M. Manirul H.Khan : Tigers in the Mangroves 

৫) শঙ্কর কুমার প্রামাণিক : সুন্দরবনের জলজঙ্গলজীবীদের বিধবা 

৬) প্রোজ্জ্বল শঙ্কর সেন : সাদা বাঘ হলুদ বাঘ 

৭) সুজিত কুমার মণ্ডল (সম্পাদিত) : বনবিবির পালা 

৮) R.L.Brahmachary : My Tryst with Big Cats 

৯) শঙ্কর শেখর দাস : বনবিবি 

১০) রতন লাল ব্রহ্মচারী : বাঘ ও তার জ্ঞাতিগোষ্ঠী 

১১) কল্যাণ চক্রবর্তী : বাঘের গল্প 

১২) বিশ্বনাথ বসু : ভারতের জাতীয় পশু বাঘ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন