Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

বনগাঁয় শুভেন্দুর কড়া বার্তা: হিন্দু শরণার্থীদের নাম বাদ নয়, রোহিঙ্গাদের ভোটার তালিকায় থাকতে দেব না

 

Strong-message-of-Shuvendu

সমকালীন প্রতিবেদন : বনগাঁয় মতুয়া ধর্ম মহাসম্মেলনের মঞ্চ থেকে ভোটার তালিকা ও অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “কোনও মতুয়া কিংবা এ দেশের হিন্দু শরণার্থীদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে দেব না। কিন্তু কোনও রোহিঙ্গার নাম ভোটার তালিকায় থাকতেও দেওয়া হবে না।”

বুধবার বনগাঁর আরএস মাঠে বিজেপি বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার আহ্বানে আয়োজিত এই মতুয়া ধর্ম মহাসম্মেলনে কয়েক হাজার মতুয়া ভক্ত ও মতুয়াধর্মী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, মতুয়া সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছে, অথচ ভোট এলেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলে। সেই চক্রান্ত কোনওভাবেই সফল হতে দেওয়া হবে না বলেও তিনি আশ্বাস দেন।

সভায় উঠে আসে ঠাকুরনগর ঠাকুরবাড়ি সংক্রান্ত সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রসঙ্গও। আগামী ৯ তারিখ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়িতে পুজো দিতে আসার কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। 

নাম না করে এই বিষয়ে শুভেন্দু বলেন, মন্দিরে যে কেউ আসতে পারেন, তবে মতুয়া সমাজের রীতি-নীতি মেনেই আসতে হবে। তিনি আরও বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে বা নিয়ম ভেঙে মন্দিরে প্রবেশ করলে তা মেনে নেবে না মতুয়া সমাজ। পুলিশকে জুতো পরে মন্দিরে ঢোকানো কিংবা ‘কুকুরকে দিয়ে মন্দির শুকানো’র মতো আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা।

মহাসম্মেলনের শেষে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে প্রায় কুড়ি হাজার মতুয়াধর্মী মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রায় ৬০০টি ডঙ্কাও উপহার হিসেবে বিতরণ করা হয় বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।

এই মহাসম্মেলনে শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার এবং বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া। বক্তারা প্রত্যেকেই মতুয়া সমাজের অধিকার, নাগরিকত্ব ও ভোটার তালিকা সংক্রান্ত প্রশ্নে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়– মতুয়া সমাজের স্বার্থে কোনও আপস নয়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন