সমকালীন প্রতিবেদন : চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, তা ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ২০ জানুয়ারি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের রাজ্যজুড়ে থাকা ৪৮টি ক্যাম্প অফিস থেকে স্কুলগুলির হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হবে।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য এখনও পর্যন্ত প্রায় ১০ লক্ষ পড়ুয়ার নাম নথিভুক্ত হয়েছে। এ বার মাধ্যমিক পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে এবং ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি।
পরীক্ষা প্রতিদিন শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং চলবে দুপুর ২টো পর্যন্ত। প্রথম ১৫ মিনিট, অর্থাৎ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়ার সুযোগ পাবে। মূল পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে।
পর্ষদ ইতিমধ্যেই মাধ্যমিকের পূর্ণাঙ্গ পরীক্ষাসূচি প্রকাশ করেছে। তবে ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন অর্থাৎ কর্মশিক্ষা বিষয়ের পরীক্ষা কবে হবে, তা পরে জানানো হবে বলে জানানো হয়েছে। প্রথম ভাষার পরীক্ষায় বাংলা, ইংরেজি-সহ মোট ১১টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি, বাংলা ও নেপালি ভাষার পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।
বিশেষ বিষয়ের পরীক্ষার সময়সীমাতেও কিছু পার্থক্য থাকছে। মিউজিক (ভোক্যাল ও ইন্সট্রুমেন্টাল) পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের থিয়োরি পরীক্ষা চলবে ২ ঘণ্টা ৪৫ মিনিট। ভোকেশনাল বিষয়ের পরীক্ষার জন্য সময় দেওয়া হয়েছে ১ ঘণ্টা ৪৫ মিনিট।
সব মিলিয়ে, নির্ধারিত সূচি মেনে নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য অ্যাডমিট কার্ড সংক্রান্ত নির্দেশিকা যথাসময়ে জানানো হবে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন