Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ঘিরে নিরাপত্তার দুর্গ শ্রীলঙ্কায়

 

Security-fortress-in-Sri-Lanka

সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এই ম্যাচকে ঘিরে আগেভাগেই কড়া নিরাপত্তা পরিকল্পনা করে ফেলেছে শ্রীলঙ্কা প্রশাসন ও ক্রিকেট বোর্ড। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নির্বিঘ্নে সম্পন্ন করতে কলম্বো শহরকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে।

বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়ে এলেও পাকিস্তান আদৌ টুর্নামেন্ট খেলবে কি না, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি পিসিবি। তবে বিভিন্ন সূত্রে খবর, পুরো বিশ্বকাপ বয়কটের পথে যাবে না পাকিস্তান। কারণ আইসিসির কড়া সতর্কবার্তা অনুযায়ী, বিশ্বকাপ না খেললে বার্ষিক চুক্তির অর্থ থেকে বঞ্চিত হবে পিসিবি, যার আর্থিক ক্ষতির অঙ্ক কয়েকশো কোটি টাকা। এমন পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে খেলতেই নামতে পারে পাক দল।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে জানিয়েছেন, বিমানবন্দরে নামা থেকে দেশ ছাড়া পর্যন্ত ভারত ও পাকিস্তান– দু’দলের ক্রিকেটারদের জন্য রাষ্ট্রপ্রধানদের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। পুলিশ ও সশস্ত্র কমান্ডো বাহিনী মোতায়েন করা হবে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও স্পষ্ট করেছে, তারা কোনও আঞ্চলিক বিরোধে জড়াতে চায় না এবং প্রতিযোগিতার সুষ্ঠু আয়োজনই তাদের একমাত্র লক্ষ্য।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বের পাশাপাশি নকআউট পর্বেও ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকায় নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ আয়োজক দেশ।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন