Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

বাংলা দখলের ডাক অমিত শাহের: ছাব্বিশে মমতা সরকারের বিদায়, বিজেপির ‘সোনালি সাফল্য’-র লক্ষ্য

 

Amit-Shah

সমকালীন প্রতিবেদন : দেশের বিস্তীর্ণ অংশ জুড়ে এখন গেরুয়া পতাকার দাপট। ‌ভারতের ২১টি রাজ্যে সরকার গড়েছে বিজেপি। তবু তৃপ্ত নয় কেন্দ্রের শাসক দল। তাদের লক্ষ্য এখনও অধরা– বাংলা। এই রাজ্যের ক্ষমতা দখল না করতে পারলে ‘পূর্ণ সাফল্য’ আসবে না বলেই স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার শিলিগুড়ির জনসভা থেকে শাহের ঘোষণা, “২১ রাজ্যে সরকার থাকা সত্ত্বেও মোদি সন্তুষ্ট নন। বাংলায় সরকার গড়তে পারলেই সোনালি সাফল্য আসবে।” পাশাপাশি ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল সরকারের বিদায় নিশ্চিত বলেও দাবি করেন তিনি।

এসআইআর (ভোটার তালিকার নিবিড় সংশোধনী) আবহে এদিন ব্যারাকপুরের সভা থেকেও মতুয়া সমাজকে উদ্দেশ করে বার্তা দেন অমিত শাহ। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের ভয় দেখাচ্ছেন। শাহ বলেন, “ভয়ের কোনও কারণ নেই। শান্তনু ঠাকুর আছে, কেন্দ্রীয় সরকার পাশে আছে। আইন মেনে এসআইআর হবেই।” ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে মতুয়া সমাজের একাংশের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা দূর করার চেষ্টা করেন তিনি।

দীর্ঘদিন ধরেই বিজেপির চোখে ‘সোনার বাংলা’ দখলের স্বপ্ন। কিন্তু সাংগঠনিক দুর্বলতা ও বাঙালিয়ানার প্রশ্নে সেই স্বপ্ন বারবার ধাক্কা খেয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘আব কি বার, ২০০ পার’ স্লোগান তুলেও বিজেপি থেমে যায় ৭৭ আসনে। ২০২৪-এর লোকসভা ভোটে রাজ্য থেকে আসন কমেছে গেরুয়া শিবিরের। উলটে তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে আরও শক্ত অবস্থান তৈরি করেছে। 

তবে সেই সমীকরণ বদলাতেই মরিয়া বিজেপি। শিলিগুড়ি থেকে ব্যারাকপুর– একের পর এক কর্মিসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি, নারী নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যুতে তোপ দাগেন অমিত শাহ। তাঁর দাবি, বর্তমান সরকারের দুর্নীতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। “মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই নিরাপদ নন,” মন্তব্য করেন তিনি। শাহের কটাক্ষ, “আপনার টা-টা বাই-বাই-এর সময় এসে গিয়েছে। এই বছরের এপ্রিলের শেষেই আপনাকে বিদায় নিতে হবে।”

বিজেপি ক্ষমতায় এলে একাধিক ‘শাহী’ প্রতিশ্রুতিও দেন শাহ। আনন্দপুর অগ্নিকাণ্ডে দোষীদের দ্রুত শাস্তি, ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার বসানো, অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বলেন, ২০২১-এ বিজেপি ৩৯ শতাংশ ভোট পেয়েছিল, এবার সেই হার ৪৫ শতাংশে পৌঁছাতে হবে।

অনুপ্রবেশ প্রসঙ্গেও রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, সীমান্তে জমি না দেওয়ায় কাঁটাতার বসানো যাচ্ছে না এবং অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোটব্যাঙ্ক। শাহের দাবি, হাইকোর্ট ও বিএসএফ সীমান্ত সুরক্ষার পক্ষে রায় দিলেও রাজ্য সরকার সহযোগিতা করেনি। বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যেই সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা হবে বলে ঘোষণা করেন তিনি।

সব মিলিয়ে, ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে বাংলায় আক্রমণ শানিয়েছে বিজেপি। অমিত শাহের সভা ও বক্তব্য স্পষ্ট করে দিল– বাংলা দখলই এখন গেরুয়া শিবিরের সবচেয়ে বড় লক্ষ্য।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন