Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

আইপিএল সূচিতে অনিশ্চয়তা, ‌বিকল্প ভেন্যু প্রস্তুত রেখেছে বিসিসিআই

 

IPL-schedule

সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার রেশ কাটতে না কাটতেই শুরু হতে চলেছে আইপিএলের উত্তেজনা। আগামী ৮ মার্চ বিশ্বকাপ ফাইনালের পর মাত্র ১৮ দিনের ব্যবধানে, ২৬ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএলের ১৯তম আসর। সম্ভাব্য ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ৩১ মে। তবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করতে পারছে না বিসিসিআই।

মার্চ থেকে মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে নির্বাচন হওয়ার কথা। এই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা নাইট রাইডার্স ও তামিলনাড়ুর চেন্নাই সুপার কিংস আইপিএলে অংশ নেয়। পাশাপাশি রাজস্থান রয়্যালসের গুয়াহাটিতে ম্যাচ আয়োজনের সম্ভাবনাও রয়েছে। কিন্তু এখনও নির্বাচন কমিশনের তরফে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হওয়ায় সূচি চূড়ান্ত করা সম্ভব হয়নি বলে সূত্রের খবর।

তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প পরিকল্পনা তৈরি রেখেছে বিসিসিআই। দশ দলের আইপিএলের জন্য মোট ১৮টি ভেন্যুর তালিকা প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, গুয়াহাটি, জয়পুর, পুণে, রাঁচি ও রায়পুর-সহ একাধিক শহর।

এদিকে ঘরের মাঠ নিয়ে সমস্যায় থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসকে দ্রুত ভেন্যু জানাতে নির্দেশ দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। চিন্নাস্বামী স্টেডিয়ামে নিরাপত্তা সংশয় এবং জয়পুর নিয়ে অনিশ্চয়তার জেরে নবি মুম্বই বিকল্প হিসেবে উঠে এসেছে। নির্বাচন কমিশনের ঘোষণা হলেই আইপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন