সমকালীন প্রতিবেদন : ধীরে ধীরে বঙ্গ থেকে বিদায় নিতে চলেছে শীত। সরস্বতী পুজোয় সামান্য শীতের আমেজ থাকলেও ফের এক দফা তাপমাত্রা বৃদ্ধিতে রাজ্যজুড়ে শীতের দাপট কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সকালে হালকা শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হবে। কলকাতা ও শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা বেড়ে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছেছে। ফলে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তা অনেকটাই কমে যাবে।
আবহবিদদের মতে, আপাতত রাজ্যে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে অল্পবিস্তর ওঠানামা হলেও সামগ্রিকভাবে পারদের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনাই বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
আলিপুর সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীত বিদায়ের পথে। জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। পাশাপাশি, আগামী ৩০ জানুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে পারে। এর পাশাপাশি দক্ষিণ পাঞ্জাবের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এই আবহাওয়াগত পরিবর্তনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব বাংলায় পড়বে বলেই মনে করছেন আবহবিদরা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের এক বা দুটি অংশে হালকা বৃষ্টি হতে পারে। একইভাবে বৃহস্পতিবার কালিম্পংয়ের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিঙের পার্বত্য অঞ্চলের এক বা দুটি অংশে বৃষ্টি কিংবা তুষারপাতও হতে পারে।
এই পরিস্থিতির প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা দেখা যেতে পারে। যদিও ঘন কুয়াশার কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া এবং উত্তর ২৪ পরগনায় মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা ও শহরতলিতেও সকালের দিকে হালকা কুয়াশার সতর্কতা রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও ঘন কুয়াশার সতর্কতা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ও আবহাওয়াগত পরিবর্তনের জেরে বাংলায় শীতের স্থায়িত্ব কমছে। আগামী কয়েকদিনে সকালে হালকা শীত ও কুয়াশার দেখা মিললেও দিনের বেলায় শীতের আমেজ আরও ফিকে হয়ে যাবে বলেই মত আবহবিদদের।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন