সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই শুরু হতে চলেছে আইপিএল, আর সেই লক্ষ্যেই প্রস্তুতি জোরদার করেছে কলকাতা নাইট রাইডার্স। গত মরশুমের ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়াতে মরিয়া তিন বারের চ্যাম্পিয়নরা কোচিং স্টাফে ব্যাপক রদবদল এনেছে। সেই পরিবর্তনের অঙ্গ হিসেবেই ফিল্ডিং কোচ হিসেবে দিশান্ত ইয়াগনিককে নিয়োগ করল কেকেআর। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজি।
৪২ বছর বয়সি দিশান্ত ইয়াগনিক রাজস্থান রয়্যালসের প্রাক্তন ক্রিকেটার। আইপিএলে ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে রাজস্থানের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৫০-র বেশি ম্যাচ খেলে প্রায় ৩৩০০ রান করেছেন বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটার দিশান্ত। ২০১৭ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়েই মন দেন তিনি।
২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন দিশান্ত। যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগদের গড়ে তোলার পিছনে তাঁর বড় ভূমিকা ছিল বলে মনে করা হয়। পাশাপাশি রঞ্জি ট্রফিতে পুদুচেরি দল এবং বর্তমানে জম্মু-কাশ্মীর দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আগামী আইপিএলে কেকেআরের হেড কোচ অভিষেক নায়ারের সঙ্গে ডাগআউটে থাকবেন মেন্টর ডোয়েন ব্র্যাভো, সহকারী কোচ শেন ওয়াটসন, বোলিং কোচ টিম সাউদি এবং পাওয়ার কোচ আন্দ্রে রাসেল। সেই দলে নতুন সংযোজন দিশান্ত ইয়াগনিক। কেকেআরের ফিল্ডিং বিভাগকে আরও ধারালো করে তোলাই এখন তাঁর বড় চ্যালেঞ্জ।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন