সমকালীন প্রতিবেদন : চলতি মাসের শেষের দিকে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে বড়সড় সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে। ছুটি ও দেশজুড়ে ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘট মিলিয়ে আগামী ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিন দেশের অধিকাংশ ব্যাঙ্ক শাখা বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় ব্যাঙ্কিং কাজ সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও সরস্বতী পুজো উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে। ২৪ ও ২৫ জানুয়ারি যথাক্রমে শনিবার ও রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। এরপর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সবশেষে ২৭ জানুয়ারি বিভিন্ন ব্যাঙ্ক কর্মী সংগঠনের ডাকে দেশব্যাপী ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে টানা পাঁচ দিন শাখাভিত্তিক ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকতে পারে।
এই দীর্ঘ ছুটির ফলে নগদ টাকা তোলা, জমা দেওয়া কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্র সংক্রান্ত কাজে কিছুটা ভোগান্তির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, শাখা বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা স্বাভাবিক থাকবে। ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই পরিষেবা এবং ব্যাঙ্কের মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন করা যাবে। এটিএম পরিষেবাও চালু থাকার কথা।
তবে টানা কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় এটিএমে নগদ টাকার জোগান নিয়ে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় নগদ তুলে রাখা এবং জরুরি আর্থিক লেনদেন সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, বর্তমানে প্রতি মাসে সমস্ত রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। নতুন নিয়ম চালুর দাবি ও অন্যান্য দাবিকে সামনে রেখেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিকে আগামী ফেব্রুয়ারি মাসেও বিভিন্ন রাজ্যে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে, যা গ্রাহকদের জন্য বাড়তি সতর্কতার প্রয়োজন তৈরি করছে।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন