Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বর্ষবরণে পর্যটকস্রোত দিঘায়, হাউসফুল হোটেল, বীচ ফেস্টিভ্যালে জমজমাট সৈকতশহর

Tourist-crowded-Digha

সমকালীন প্রতিবেদন : ‌বছর শেষের মুখে পর্যটকদের ভিড়ে কার্যত উপচে পড়ছে দিঘা। বড়দিন পেরোতেই পূর্ব মেদিনীপুরের এই সৈকতশহরে ছুটির আমেজ চরমে উঠেছে। নতুন বছরকে স্বাগত জানাতে দেশ-বিদেশ নয়, রাজ্যের নানা প্রান্ত থেকে পর্যটকের ঢল নামছে দিঘায়। তারই জেরে ওল্ড ও নিউ দিঘার অধিকাংশ হোটেল ইতিমধ্যেই হাউসফুল। আগাম বুকিংয়ের চাপে এখন সেখানে কার্যত তিলধারণের জায়গা নেই।

হোটেল মালিকদের একাংশের দাবি, এ বছর পর্যটক সংখ্যার নিরিখে নতুন রেকর্ড তৈরি হতে চলেছে দিঘায়। বড়দিন থেকেই ভিড় বাড়তে শুরু করেছে, আর ৩১ ডিসেম্বরের কাউন্টডাউনের আগে সেই ভিড় আরও বেড়েছে কয়েক গুণ। পর্যটকদের আকর্ষণ বাড়াতে দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর ওল্ড দিঘার সমুদ্র সৈকতে আয়োজন করা হয়েছে বিশেষ বীচ ফেস্টিভ্যাল। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন একঝাঁক শিল্পী। পাশাপাশি, ৩১ ডিসেম্বর রাত ১২টায় নতুন বছরকে স্বাগত জানাতে থাকছে চোখধাঁধানো আতসবাজির প্রদর্শনী।

এছাড়াও দীঘা ও মন্দারমণির একাধিক হোটেলে আয়োজন করা হয়েছে ডিজে নাইট ও সঙ্গীত সন্ধ্যার। পর্যটকদের বিনোদনের জন্য বলিউড ও টলিউডের শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছে। ফলে বর্ষবরণের আনন্দে কোনও খামতি রাখতে চাইছেন না হোটেল কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। 

দিঘা ও মন্দারমণি এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের যে কোনও সমস্যায় দ্রুত সাহায্য পৌঁছে দিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে হোয়াটসঅ্যাপ নম্বরও চালু রাখা হয়েছে। দীঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, আগামী ১ জানুয়ারি পর্যন্ত প্রায় সব হোটেলের বুকিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। যে ক’টি ঘর এখনও খালি রয়েছে, সেগুলির জন্য পর্যটকদের মধ্যে কার্যত প্রতিযোগিতা চলছে।

বর্তমানে ওল্ড ও নিউ দিঘা মিলিয়ে প্রায় ৮০০-র বেশি হোটেল পরিষেবা দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে গড়ে ওঠা আধুনিক হোটেলগুলিতে উন্নতমানের পরিষেবা থাকায় ভিড় বাড়লেও ঘর পাওয়া নিয়ে আগের মতো ভোগান্তি হবে না বলেই আশাবাদী হোটেল মালিকরা। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকেও পর্যটকেরা দিঘায় ভিড় জমাচ্ছেন। পাশাপাশি ভিন্‌রাজ্য থেকেও বহু মানুষ আসছেন সৈকতশহরে। 

বাস ও প্রাইভেট গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে দিঘার রাস্তায়, ট্রেনেও যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো। হোটেল মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের মতে, সদ্য নির্মিত জগন্নাথ মন্দির পর্যটক আকর্ষণের বড় কারণ হয়ে উঠেছে। নতুন বছরের প্রথম দিনে জগন্নাথ দেবের দর্শন দিয়ে বছর শুরু করতে চান বহু মানুষ। সেই কারণেই আগামী কয়েক দিনে দিঘায় পর্যটকের ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন