সমকালীন প্রতিবেদন : নিলাম শুরুর আগেই রাতারাতি বদলে গেল আইপিএলের এক বড় সমীকরণ। আন্দ্রে রাসেলের সঙ্গে ১১ বছরের গাঁটছড়া হঠাৎই খুলে দিল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘদিন ধরে দলের ভরসা হিসেবে থাকা মহাতারকাকে ছেড়ে দেওয়াই নয়, তাঁরই হাতে তুলে দেওয়া হল এক নতুন দায়িত্ব– পাওয়ার কোচের ভূমিকা। ফলে নিলাম টেবিলে না থাকলেও, এবারও নাইটদের ডাগআউটে দেখা যাবে ‘দ্রে রাস’-কে।
এই সিদ্ধান্তের নেপথ্যে কেবল ক্রিকেট নয়, রয়েছে বড়সড় হিসাব-নিকাশও। আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী, ১২ কোটির চুক্তি হলেও আগের বার রাসেলকে চতুর্থ রিটেন হওয়ায় কেকেআরের পার্স থেকে কাটা গিয়েছিল ১৮ কোটি টাকা। এ বারও সেই একই পরিস্থিতি তৈরি হতো। আর মিনি নিলামে এমন বড় অঙ্কের অর্থ ধরে রাখা দলের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে, এমনই যুক্তি কেকেআরের সিইও বেঙ্কি মাইসোরের। সেই কারণেই চমকপ্রদ সিদ্ধান্ত– দলে রাসেলকে না রেখে পার্সে বাড়তি ১৮ কোটি টাকা নিশ্চিত করা।
তবে অর্থের খাতায় হিসাব মিললেও মনের খাতায় বিষয়টা সহজ ছিল না। দীর্ঘ সময় ধরে কেকেআরের সঙ্গে আবেগের সম্পর্ক গড়ে তোলেন রাসেল। সিদ্ধান্ত জানার পর তাঁর মন ভেঙে যায়, দু’দিন ঘুমও হয়নি। ঠিক তখনই এগিয়ে আসেন দলের মালিক শাহরুখ খান। তাঁর পরামর্শেই রাসেলকে দেওয়া হয় নতুন অধ্যায়ের আহ্বান– ক্রিকেটার নয়, এবার তিনি দলের শক্তির শিক্ষক।
বেঙ্কির কথায়, “রাসেলের হাতে আছে ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতা, অসাধারণ ফিল্ডিং দক্ষতা, মানসিক দৃঢ়তা। এই অভিজ্ঞতাই এবার তরুণদের হাতে তুলে দেবে সে।” নতুন ভূমিকায় মূল কাজ হবে দলকে উদ্বুদ্ধ রাখা, ব্যাটিং-পাওয়ার শেখানো এবং চাপের মুহূর্তে মানসিক দৃঢ়তা জোগানো।
রাসেলকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আরও একটি বড় পরিবর্তন আনে কেকেআর– সম্পূর্ণ নতুন কোচিং স্টাফ। অভিষেক নায়ারকে করা হয়েছে প্রধান কোচ। তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন সদ্য ক্রিকেটজীবন শেষ করা ডোয়েন ব্র্যাভো, শেন ওয়াটসন ও টিম সাউদি। লক্ষ্য– বর্তমান ক্রিকেটের দ্রুত পরিবর্তনশীল ধরনে খাপ খাওয়ানো।
সব মিলিয়ে, আবু ধাবিতে ১৬ ডিসেম্বরের মিনি নিলামের আগে কেকেআরের এই পদক্ষেপ আইপিএল জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মাঠের লড়াই বদলে গেলেও, পরিবারের মতো সম্পর্ক তাই থেকে গেল– সব কথার শেষে সেই বার্তাই স্পষ্ট করে দিলেন বেঙ্কি মাইসোর।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন