Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বড়দিনে শীতের দাপট, উত্তুরে হাওয়ায় কাঁপছে বাংলা, পারদ আরও নামার পূর্বাভাস

 

Severity-of-winter

সমকালীন প্রতিবেদন : অবশেষে জমিয়ে শীতের স্বাদ পেল বাংলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বড়দিন থেকে রাজ্য জুড়ে বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট, যার জেরে হু হু করে নামছে তাপমাত্রা। আগামী দু’তিন দিনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বড়দিনের ভোরে এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মরসুমে এখনও পর্যন্ত শীতলতম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ০.৮ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। বেলা গড়ালেও রোদের তেজ কম থাকায় সারাদিনই শীতের আমেজ বজায় রয়েছে শহরে।

ভোর থেকেই কুয়াশায় ঢেকে যায় ময়দান, আলিপুর চত্বর সহ শহরের একাধিক এলাকা। সকাল হতেই সোয়েটার-জ্যাকেটে মুড়ে চিড়িয়াখানা, ইকোপার্ক কিংবা সায়েন্স সিটির দিকে রওনা দেন শহরবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করতে পারে। বছরের শেষের দিকে আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে নতুন বছরের শুরুতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদ সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে।

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীত আরও কড়া। ইতিমধ্যেই সেখানে তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আগামী কয়েকদিনে এই সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

একই সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট। বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

উত্তরবঙ্গেও কুয়াশার প্রকোপ চোখে পড়ার মতো। গোটা ডুয়ার্স অঞ্চল ঘন কুয়াশায় ঢাকা। সকাল ৯টার পরেও গাড়িতে লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। পার্বত্য দার্জিলিং ও সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপরের পাঁচ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে এবং মালদা-সহ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।

হাওয়া অফিসের মতে, উত্তর ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার ফলেই উত্তুরে হাওয়া শক্তিশালী হয়েছে। তার জেরেই বর্ষশেষে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে। আপাতত রাজ্য জুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে সকালের দিকে কুয়াশা রাজ্যবাসীর ভোগান্তি বাড়াতে পারে। বর্ষশেষের ছুটির মরসুম জুড়ে শীতের আমেজে ভাসবে গোটা বাংলা- এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন