Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বারাণসীতে দেশের প্রথম হাইড্রোজেনচালিত ওয়াটার ট্যাক্সি চালু

 

Hydrogen-powered-water-taxi

সমকালীন প্রতিবেদন : দেশের নৌ-পরিবহণে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে বড় পদক্ষেপ রাখল কেন্দ্র। বারাণসীতে আনুষ্ঠানিকভাবে চালু হল ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ওয়াটার ট্যাক্সি। মঙ্গলবার নমো ঘাট থেকে পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গঙ্গার বুকে এই আধুনিক নৌযান চালুর মাধ্যমে টেকসই পরিবহণের পথে ভারতের অগ্রযাত্রা আরও দৃঢ় হল বলে মনে করছে কেন্দ্র।

প্রথম পর্যায়ে ওয়াটার ট্যাক্সিটি নমো ঘাট থেকে রবিদাস ঘাট পর্যন্ত চলবে। পরবর্তী সময়ে রুট বাড়িয়ে অশি ঘাট ও মর্কণ্ডেয় ধাম পর্যন্ত পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোচিন শিপইয়ার্ডে নির্মিত এই নৌযানটি হাইব্রিড ইলেকট্রিক–হাইড্রোজেন ইঞ্জিনে চালিত, ফলে যাত্রাপথে বায়ুদূষণ হবে না বললেই চলে এবং শব্দদূষণও অনেকটাই কম হবে।

নৌযানের ভিতরে রয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর নানা সুবিধা‌– সিসিটিভি নজরদারি, বায়ো-টয়লেট, নিরামিষ খাবারের ব্যবস্থা, আরামদায়ক আসনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। দিনে ৭ থেকে ৮টি রাউন্ড ট্রিপ করতে সক্ষম এই ভেসেল, একসঙ্গে ৫০ জন যাত্রী বহন করতে পারে। এতে রয়েছে পাঁচটি হাইড্রোজেন সিলিন্ডার। সৌর শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা হয়েছে ৩ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেলও। 

কেন্দ্রের মতে, এই প্রকল্প ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘গ্রিন ট্রান্সপোর্টেশন’ নীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে। বর্তমানে একমুখী যাত্রার ভাড়া নির্ধারিত হয়েছে ৫০০ টাকা প্রতি ব্যক্তি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতি দেড় থেকে দুই ঘণ্টা অন্তর পরিষেবা পাওয়া যাবে। প্রতিদিন দেওয়া হবে একাধিক ট্রিপ। এখন নমো ঘাট ও রবিদাস ঘাট থেকে বোর্ডিংয়ের সুযোগ রয়েছে। ভবিষ্যতে অশি ঘাট ও মর্কণ্ডেয় ধামও যুক্ত হবে।

বারাণসীর নির্ভরযোগ্য বোট-বুকিং ওয়েবসাইটে সময়সূচি দেখে বুকিং করা যাবে। স্থানীয় অপারেটর, যেমন জলসা ক্রুজ লাইনের মাধ্যমে ফোন বা হোয়াটসঅ্যাপেও টিকিট কাটা সম্ভব। অনলাইন পেমেন্টের পর পাওয়া কনফার্মেশন বার্তা দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ভবিষ্যতে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির ওয়েবসাইটে পৃথক বুকিং পোর্টাল চালু হতে পারে।

এখনও পর্যন্ত বয়স্ক, ছাত্র বা প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা হয়নি। যাত্রীরা প্রয়োজনীয় তথ্যের জন্য সরাসরি নমো ঘাটের টিকিট কাউন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিশেষজ্ঞ মহলের মতে, বারাণসীতে হাইড্রোজেনচালিত ওয়াটার ট্যাক্সির এই উদ্বোধন শুধু পর্যটনকেই উজ্জীবিত করবে না, দেশের জলপথে টেকসই, দূষণমুক্ত পরিবহণের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন