Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ভিড়ের আড়ালে সোনার চেন লুট, বনগাঁর ধর্মীয় অনুষ্ঠানে পুলিশের জালে ব্যান্ডেলের চার মহিলা

 

Gold-chain-robbery

সমকালীন প্রতিবেদন : বনগাঁর এক ধর্মীয় অনুষ্ঠানে চুরি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল ব্যান্ডেলের চার মহিলা। ভিড়কে হাতিয়ার করে মহিলাদের গলার সোনার চেন লুটের অভিযোগে রবিবার বনগাঁ থানার পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে চারটি সোনার চেন। সোমবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মালাম্মা মদলিয়ার, লীলা মদলিয়ার, পদ্মনি মদলিয়ার ও কালিআম্মা মদলিয়ার। তারা স‌বাই হুগলি জেলার ব্যান্ডেলের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মেলা ও ধর্মীয় অনুষ্ঠানে ভিড়ের সুযোগ নিয়ে মহিলাদের টার্গেট করত এই চক্র। অভিযোগ, কৌশলে গলার সোনার চেন ও কানের দুল খুলে নিয়ে মুহূর্তের মধ্যে ভিড়ের আড়ালে মিলিয়ে যেত তারা।

রবিবার বনগাঁ থানার অন্তর্গত কালীতলা পার্কিং এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। সেই ভিড়ের মধ্যেই সক্রিয় হয়ে ওঠে ওই চার মহিলা। কয়েকজন মহিলার গলা থেকে সোনার চেন খুলে নিয়ে পালানোর চেষ্টা করার সময় সন্দেহ হয় স্থানীয়দের। সঙ্গে সঙ্গে অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত বনগাঁ থানার পুলিশ কর্মীদের খবর দিলে পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করে।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে চারটি সোনার চেন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তারা বিভিন্ন জেলা ঘুরে এমন চুরির ঘটনা ঘটাত। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ধৃতদের বিরুদ্ধে বনগাঁ থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আদালতের অনুমতি নিয়ে তাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ভিড়পূর্ণ এলাকায় চুরি রুখতে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার পাশাপাশি পুলিশের নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানানো হয়েছে।‌






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন