Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

একই গাড়ি একাধিকবার বিক্রির অভিযোগ, বনগাঁ থেকে গ্রেফতার মহিলা দালাল

 

Arrested-female-broker

সমকালীন প্রতিবেদন : একই গাড়ি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। রবিবার বনগাঁ থানার শক্তিগড় এলাকা থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অঙ্কিতা ঘোষ। তাঁর বাড়িও শক্তিগড় এলাকাতেই।

পুলিশ জানিয়েছে, প্রতারিত এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি। সোমবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অঙ্কিতা ঘোষ ও তাঁর স্বামী দীর্ঘদিন ধরেই গাড়ি কেনাবেচার একটি দালালচক্রের সঙ্গে যুক্ত। অভিযোগ, তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুরনো গাড়ি কিনে তা অন্যদের কাছে বিক্রি করত। কিন্তু বিক্রির পরেও নানাভাবে প্রতারণা চালিয়ে একই গাড়ি ফের অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়ার ঘটনাও ঘটত।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি বনগাঁর এক ব্যক্তি ওই দম্পতির কাছ থেকে একটি বাইক কেনেন। অভিযোগ, বাইকটির রেজিস্ট্রেশন সম্পন্ন করে দেওয়ার নাম করে অভিযুক্তরা গাড়িটি নিজেদের কাছে রেখে দেয়। পরে সেই বাইকটি অন্য এক ব্যক্তির কাছে আরও চড়া দামে বিক্রি করে দেওয়া হয়। কিছুদিন পর বাইকটি নিতে এসে প্রতারিত ব্যক্তি গোটা বিষয়টি জানতে পারেন।

এরপরই বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রথমে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের স্বামীর ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে।

পুলিশের দাবি, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হলে গাড়ি দালালচক্রের আরও তথ্য সামনে আসতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরও গ্রেফতারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন